Honda পুরনো ও আধুনিক স্টাইলের সংমিশ্রণে বাইক প্রকাশ করল, এ দেশে কবে লঞ্চ হবে

Honda CB300R রোডস্টার মোটরসাইকেলটির বিশ্বজোড়া জনপ্রিয়তা। তবে এবারে ক্রেতাদের নয়া চমক দিতে হোন্ডা (Honda) তাদের এই ৫০০ সিসির কম ইঞ্জিনের বাইকটির নতুন সংস্করণ (২০২৩) হাজির করল। আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে এটি। Honda CB300R-এবারে দুটি নতুন অপশনে এসেছে – পার্ল ডাস্ক ইয়েলো এবং ম্যাট ব্ল্যাক মেটালিক। উভয় মডেলের ফ্রন্ট ফেন্ডারটি কালার ম্যাচ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতে Honda CB300R পার্ল স্পার্টান রেড এবং ম্যাট স্টিল ব্ল্যাক – এই দুটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায়। নতুন পেইন্ট স্কিম ছাড়া বাইকটির ২০২৩-এর মডেলের হার্ডওয়্যার ও স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। এর নতুন মডেলের সামনেও একটি গোলাকৃতি হেডলাইট, ইঞ্জিন কাউল, স্প্লিট স্টাইল সিট এবং সাইড স্লাঙ্গ এগজস্টের দেখা মিলেছে।

2023 Honda CB300R আগের মতই একটি ২৮৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ছুটবে। এটি নবীনতম নির্গমন বিধি পালন করে এসেছে। অন্যান্য হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে এর বিদায়ী মডেলটির মতো এতেও আপ সাইড ডাউন ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক, পেটাল টাইপ ডিস্ক ব্রেক এবং দুই চাকায় ১৭ ইঞ্চি অ্যালয় হুইল থাকছে।

বাইকটির আন্তর্জাতিক বাজারে বিক্রিত মডেলটিতে রয়েছে ডানলপের ১৫০/৬০আর-১৭ সেকশন রিয়ার এবং ১১০/৭০আর-১৭ সেকশন ফ্রন্ট টায়ার। Honda CB300R-এর ফিচারের তালিকায় উপস্থিত এলইডি লাইটিং, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়েল চ্যানেল এবিএস, এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। ভারতে নতুন পেইন্ট স্কিম মডেলগুলি লঞ্চ হতে পারে, তবে এর সময়কাল সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়।