Garena Free Fire World Series (FFWS) 2023: শুরু হচ্ছে ফ্রি ফায়ার গেমে বিশ্বযুদ্ধ, 8 কোটি টাকা জেতা যাবে

আজ Garena -র তরফে Free Fire World Series এর পুরস্কার মূল্য (Prize Money) ঘোষণা করা হয়েছে

Garena Free Fire World Series (FFWS) আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে। বহু প্রতীক্ষিত এই ইভেন্টটি আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। তিনটি ধাপে ৮টি অঞ্চলের মোট ১৮টি টিম এই ইভেন্টে অংশগ্রহণ করবে। আজ Garena -র তরফে Free Fire World Series এর পুরস্কার মূল্য (Prize Money) ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণকারীরা এই ইভেন্টে যোগ দিয়ে মোট ৮,৩২,৪৪,৯৫০ টাকা (১ মিলিয়ন ডলার) জিততে পারবেন।

Free Fire World Series ইভেন্টে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল ও লাতিন আমেরিকা থেকে তিনটি করে টিম অংশ নিতে পারবেন। আর মিডল ইস্ট ও আফ্রিকা, পাকিস্তান এবং এমপিসিএস এর মতো দেশগুলি থেকে একটি টিম খেলার সুযোগ পাবে।

Free Fire World Series Teaser (ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টিজার)

সম্প্রতি Free Fire ESports ইনস্টাগ্রাম অ্যাকাউন্ড থেকে World Series এর টিজার প্রকাশ করা হয়েছে। এখানে কতগুলি টিম ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে তা জানানো হয়েছে। টিজারটি দেখতে এখানে ক্লিক করুন।‌

FFWS 2023 Format and Schedule (ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এর সময়সূচী)

আসন্ন Free Fire World Series তিনটি ধাপে খেলা হবে‌ : নকআউট, পয়েন্ট রাশ ও গ্রান্ড ফাইনাল। আর থাইল্যান্ডে এই টুর্নামেন্টে খেলা হবে।

FFWS 2023 Knockout – ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর

Free Fire World Series এর ১৮টি টিম ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বের মধ্যে নকআউট পর্বের খেলা খেলবে। এর মধ্যে ৬ দিনে ৩৬টি ম্যাচ হবে। এখান থেকে ১২টি টিম পরবর্তী ধাপে যাবে।

Free Fire World Series Point Rush – ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর

প্রথমবার FFWS 2023 ইভেন্টে পয়েন্ট রাশ পর্যায় নিয়ে আসা যায়। এখানে ২ দিনে ১২টি ম্যাচ খেলা হবে। এখানে কোনো টিম বাদ যাবে না।

Grand Final – ২৬ নভেম্বর

১২টি টিম ২৬ নভেম্বর Free Fire World Series 2023 ইভেন্টের গ্রান্ড ফাইনাল ডে-তে খেলতে নামবে। এখানে ৬টি ম্যাচ খেলা হবে। যে টিমের পয়েন্ট বেশি থাকবে তারা চ্যাম্পিয়ন হবে।

আপাতত কোন কোন টিম Free Fire World Series ইভেন্টে খেলার ছাড়পত্র পেয়েছে

আপাতত ৯টি টিম তাদের নিজেদের অঞ্চলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে FFWS 2023 ইভেন্টে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে। এই টিমগুলি হল –

Magic Squad – ব্রাজিল
Loud – ব্রাজিল
MIBR – ব্রাজিল
Furious Gaming – আর্জেন্টিনা
All Glory Gaming – লাতিন আমেরিকা
Osaka – লাতিন আমেরিকা
POCO Star – ইন্দোনেশিয়া
Hotshot Esports – পাকিস্তান
Wask – মিডল ইস্ট ও আফ্রিকা

জানিয়ে রাখি, ভারত থেকে কোনো টিম এখন এই ইভেন্টে অংশগ্রহণ নিতে পারবে না। কারণ এদেশে এখন Free Fire India লঞ্চ হয়নি।