Samsung Galaxy Note সিরিজের এই ফোনে আর পাওয়া যাবে না সফটওয়্যার আপডেট

বাজারের হাই-এন্ড স্মার্টফোন সেগমেন্টে Samsung Galaxy Note (স্যামসাং গ্যালাক্সি নোট) হ্যান্ডসেটগুলি এমনিতে বেশ জনপ্রিয়। কিন্তু এই জনপ্রিয় ‘Note’ সিরিজের একটি ফোনকেই এবার সফ্টওয়্যার আপডেট ডিভাইসের তালিকা থেকে বাদ দিল Samsung। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি তার Galaxy Note 8 (গ্যালাক্সি নোট ৮) স্মার্টফোনটিতে আর নতুন সফ্টওয়্যার আপডেট দেবে না বলে জানা গিয়েছে। সংস্থার মতে, এই স্মার্টফোনটি তাদের সফটওয়্যার আপডেট পলিসির শেষ পর্যায়ে পৌঁছেছে; তাই আগামী দিনে এতে কোনো ওএস বা সিকিউরিটি প্যাচ আপডেট মিলবে না।

বলে রাখি, Samsung ইতিমধ্যেই Galaxy Note 8-এর জন্য চার বছরের সিকিউরিটি আপডেট দিয়েছে। আগস্টেই এই ফোনে এসেছে লেটেস্ট সিকিউরিটি আপডেট। আর এই আগস্ট আপডেটটিই Samsung Galaxy Note 8-এর জন্য উপলব্ধ সর্বশেষ আপডেট বলে এখন মনে হচ্ছে। উল্লেখ্য, এই গ্যালাক্সি নোট মডেলটি তার লঞ্চ পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড ৯ পর্যন্ত আপডেট পায়।

Samsung Galaxy Note 8 ফোনের বিশেষত্ব

স্যামসাং গ্যালাক্সি নোট ৮ ফোনটি ২০১৭ সালে লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোনটিতে রয়েছে অটোফোকাস এবং ২এক্স অপটিক্যাল জুমসহ ডুয়াল রিয়ার ক্যামেরা, ৬.৩ ইঞ্চি ডিসপ্লে এবং ৩,৩০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি।

আগামী বছর আসতে পারে নতুন Samsung Galaxy Note ফোন

গত বছর থেকে জল্পনা শুরু হয় যে আগামী দিনে নতুন ‘গ্যালাক্সি নোট’ স্মার্টফোন দেখা যাবে না। যদিও পরে স্যামসাং ঘোষণা করছিল যে তারা কেবল এই বছর (২০২১) কোনো গ্যালাক্সি নোট মডেল বাজারে আনবে না। বিশ্বব্যাপী চিপের ঘাটতি এবং প্রয়োজনীয় প্রোডাক্টের উপলভ্যতা সংক্রান্ত অসুবিধার কারণে সংস্থাটি Galaxy Note 21 ফোন লঞ্চ করেনি বলেও নিশ্চিত করা হয়। সেক্ষেত্রে ২০২২ সালে ফের এই সিরিজের নতুন ফোন আসলেও আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন