চোখের পলক ফেলার আগে ফুল চার্জ, Realme GT 5 আসছে 240W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে

Realme GT 5 ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে

রিয়েলমি খুব শীঘ্রই তাদের হোম মার্কেট চীনে Realme GT 5 স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ ব্র্যান্ডটি ইতিমধ্যেই এর ২৪ জিবি সর্বোচ্চ র‍্যাম কনফিগারেশনের মতো কিছু আকর্ষক বৈশিষ্ট্য টিজ করেছে। এখন আবার একটি নতুন প্রোমোশনাল টিজারে প্রকাশ করা হয়েছে যে Realme GT 5 ফোনটি আল্ট্রা-ফাস্ট ২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তির সাথে আসবে, এর আগে বিভিন্ন সূত্র মারফৎ এই একই দাবি করা হয়েছিল।

Realme GT 5-এ মিলবে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট

ব্র্যান্ডের তরফে শেয়ার করা টিজার অনুযায়ী, রিয়েলমি জিটি ৫ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। তবে এটি প্রথম রিয়েলমি ফোন নয়, যা ২৪০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে। ওপ্পোর ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি আত্মপ্রকাশ করার পর থেকে, এর সিস্টার ব্র্যান্ড রিয়েলমি এই চার্জিং প্রযুক্তিটি তাদের অনেক স্মার্টফোনে ব্যবহার করেছে, যেমন রিয়েলমি জিটি নিও ৫, যা বিশ্ব বাজারে রিয়েলমি জিটি ৩ ২৪০ ওয়াট নামে পরিচিত। চলুন দেখে নেওয়া যাক রিয়েলমি জিটি ৫ সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে।

Realme GT 5-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আসন্ন রিয়েলমি জিটি ৫-এ ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ বড় ৬.৭৪ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ১৬ জিবি এবং ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Realme GT 5-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ শক্তিশালী ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর অবস্থান করবে। আর প্রধান ক্যামেরাটির সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যুক্ত থাকবে। আর সামনে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকবে। এছাড়াও জানা গেছে যে, ডিভাইসটি দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে আসবে। একটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি এবং ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর অন্য ভ্যারিয়েন্টে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা সহ বড় ৫,২০০ এমএএইচ ব্যাটারি থাকবে৷