Nokia C210 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর ও ডুয়েল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ১০ হাজার টাকার কম

Nokia C210 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স

Nokia আজ আমেরিকায় C সিরিজের নতুন ফোন হিসেবে Nokia C210 লঞ্চ করল। বাজেট রেঞ্জে আসা এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম। এতে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর ও ৩,০০০ এমএএইচ ব্যাটারি। আবার Nokia C210 ডুয়েল রিয়ার ক্যামেরা ও বড় এইচডি ডিসপ্লে সহ এসেছে। আসুন ফোনটির সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Nokia C210 এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া সি২১০ ফোনে আছে ৬.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। আর সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

ফটোগ্রাফির জন্য Nokia C210 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আইপি৫২ রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৩,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

সফটওয়্যারের কথা বললে, Nokia C210 অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। আর এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ৪জি ভোল্টি, ইউএসবি টাইপ সি পোর্ট, ৩.৫মিমি অডিও জ্যাক।

Nokia C210 এর দাম

নোকিয়া সি২১০ এর দাম রাখা হয়েছে ১০৯ ডলার, যা প্রায় ৯,০৭০ টাকার সমান। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে। আশা করা যায় ভারত সহ বিশ্ব বাজারে শীঘ্রই ফোনটি লঞ্চ হবে।