৮০০০ এর বেশি শহরে পৌঁছে গেল Jio ও Airtel এর 5G পরিষেবা, প্ল্যান ও অ্যাক্টিভ করার পদ্ধতি দেখে নিন

Jio এবং Airtel সারা দেশ জুড়ে ৮,০০০টিরও বেশি শহরে তাদের নিজ নিজ 5G পরিষেবা উপলব্ধ করতে সক্ষম হয়েছে

পঞ্চম প্রজন্মের মোবাইল সেলুলার নেটওয়ার্কের হাত ধরে ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগ অনেকখানি সফলতার মুখ দেখেছে। দেশে 5G নেটওয়ার্ক প্রসারের ক্ষেত্রে কান্ডারির ভূমিকা পালন করেছে Reliance Jio এবং Bharti Airtel -এর মতো প্রথমসারির টেলিকম সংস্থাগুলি। দেশবাসীদের উচ্চ-গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা অফার করার জন্য উল্লেখিত সংস্থা দুটি গত বছর অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে 5G টাওয়ার স্থাপন করার বিষয়ে বিশেষ মনোনিবেশ করেছিল। আর এখন অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে দাঁড়িয়ে, Jio এবং Airtel সারা দেশ জুড়ে ৮,০০০টিরও বেশি শহরে তাদের নিজ নিজ 5G পরিষেবা উপলব্ধ করতে সক্ষম হয়েছে। আর ‘লাইটেনিং ফাস্ট’ গতিতে নেট সার্ফিং, ডাউনলোডিং, এবং নির্বিঘ্নে ভিডিও কল করার সুবিধা অফার করার যে প্রতিশ্রুতি দিয়েছিল গ্রাহকদের, তা রাখতে পেরেছে।জানিয়ে রাখি, 4G নেটওয়ার্কের তুলনায় 5G প্রায় ২০ থেকে ৩০ গুণ দ্রুত স্পিড প্রদানে সমর্থ।

Airtel এবং Jio সংস্থার 5G পরিষেবা এখন ৮০০০ টিরও বেশি শহরে উপলব্ধ

ভারতী এয়ারটেলের ‘৫জি প্লাস’ (5G Plus) এবং রিলায়েন্স জিও ঘোষিত ‘ট্রু ৫জি’ (True 5G) পরিষেবা এখন দেশ জুড়ে প্রায় ৮,০০০টিরও বেশি শহরে উপলব্ধ। এক্ষেত্রে – দিল্লি, মুম্বাই, বারাণসী, কলকাতা, নাথদ্বারা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, পুনে, তিরুমালা, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, গুন্টুর, লক্ষ্ণৌ, ত্রিবান্দ্রম, মাইসুরু, নাসিক, ঔরঙ্গাবাদ, চণ্ডীগড়, মোহালি, পঞ্চকুলা, জিরাকপুর সহ আরো অনেক শহরকে উল্লেখিত দুটি টেলিকম সংস্থা তাদের ৫জি সার্কেলের অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছে।

যদিও পরিসংখ্যান দেখলে, দেশ-ব্যাপী ৫জি পরিষেবা রোলআউট এবং ব্যাপকভাবে টাওয়ার স্থাপনের প্রতিযোগিতায় জিও অনেকটাই এগিয়ে রয়েছে। কেননা মুকেশ আম্বানির সংস্থাটি ইতিমধ্যেই ভারত জুড়ে – ৭,৫০০টিরও বেশি এলাকা, জেলা এবং শহরে তাদের ট্রু ৫জি নেটওয়ার্ক চালু করতে পেরেছে। যেখানে কিনা এয়ারটেল ৩,০০০টির সামান্য বেশি কিছু শহরে তাদের ৫জি প্লাস পরিষেবা উপলব্ধ করতে সমর্থ হয়েছে বলে সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে।

কীভাবে মোবাইলে 5G নেটওয়ার্ক এনাবল করবেন?

৫জি নেটওয়ার্কের যাবতীয় সুযোগ-সুবিধা এবং হাই-স্পিড উপভোগ করার জন্য প্রথমেই নিশ্চিত করতে হবে যে, আপনি যে এলাকায় বসবাস করছেন তা জিও বা এয়ারটেলের ৫জি সার্কেলের অধীনে পড়ছে কিনা। যদি এই শর্ত পূরণ হয় তবে জানবেন আপনারা নিজেদের ডিভাইসে ৫জি পরিষেবা সক্রিয় করতে পারবেন৷ তবে হ্যাঁ, আরেকটি বিষয় সম্পর্ক নিশ্চিত হওয়াও সমানভাবে জরুরি। আপনার ব্যবহৃত মোবাইলেও ৫জি সাপোর্ট করা দরকার। চলুন এবার কীভাবে অ্যান্ড্রয়েড (Android) এবং অ্যাপল আইফোনে (Apple iPhone) ৫জি নেটওয়ার্ক সক্রিয় করতে হবে জেনে নেওয়া যাক

  • অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের প্রথমেই ডিভাইসের সেটিংস অপশনে চলে যেতে হবে। তার পর ‘Network & Internet’ বিকল্প চয়ন করুন। এবার সিম নির্বাচন করতে হবে এবং পরবর্তীতে ‘5G’ নেটওয়ার্ক অপশন অন করতে হবে। এক্ষেত্রে, আপনাদের মধ্যে যারা জিও সিম ব্যবহারকারী তারা ‘স্ট্যান্ডঅ্যালোন ৫জি’ (standalone 5G) অপশনটি চয়ন করুন।
  • অ্যাপল আইফোন মালিকদের জন্য ৫জি নেটওয়ার্ক সক্রিয় করার প্রক্রিয়া ভিন্ন থাকছে। আইফোনে ৫জি ব্যবহারের জন্য ডিভাইসকে লেটেস্ট আইওএস (iOS) সংস্করণে আপডেট করাতে হবে। এরপর ডিভাইসটি রিস্টার্ট করতে হবে। এবার ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে ‘Mobile Data’ বিকল্পটি চয়ন করুন। তারপর ‘Mobile Data Options’ বলে আরেকটি অপশন স্ক্রিনে দেখানো হবে, তা বেছে নিন। পরবর্তীতে – ‘Voice & Data’ বিকল্পের অধীনে থাকা ‘5G On’ বা ‘5G Auto’ বিকল্পের মধ্যে একটিকে নির্বাচন করে ৫জি নেটওয়ার্কে স্যুইচ করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।

Jio এবং Airtel টেলিকম সংস্থা দুটি ভারতে কী 5G প্ল্যান অফার করছে?

এই প্রশ্নের উত্তর হল – মুকেশ আম্বানি এবং সুনীল ভারতী মিত্তল পরিচালিত টেলিকম সংস্থা দুটি এই মুহূর্তে ভারতে কোনও ডেডিকেটেড ৫জি রিচার্জ / ডেটা অ্যাড অন প্ল্যান চালু করেনি। উভয় নেটওয়ার্ক অপারেটরই, তাদের বিদ্যমান ৪জি প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানের সাথেই ৫জি স্পিড উপলব্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য। বিনামূল্যে ৫জি পরিষেবার সুবিধা পেতে হলে গ্রাহকদের নূন্যতম ২৩৯ টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান রিচার্জ করতে হবে।