Vivo V25 আসছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ও ৮ জিবি র‌্যামের সাথে, দেখা গেল Geekbench-এ

ভিভো (Vivo) শীঘ্রই ভারতে তাদের V25 সিরিজটি লঞ্চ করবে বলে জল্পনা চলছে। কয়েকদিন আগেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি আসন্ন Vivo V25 Pro-এর ডিজাইনটি টিজ করেছেন। আগামী মাসেই এদেশে V25 সিরিজটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যদিও আপকামিং সিরিজের নির্দিষ্ট লঞ্চের তারিখটি এখনও জানা যায়নি, তবে একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভিভো তাদের নতুন V-সিরিজের ডিভাইসগুলি আগামী ১৭ বা ১৮ আগস্ট উন্মোচন করবে। তার আগে এখন সিরিজের Vivo V25 মডেলটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে। চলুন এই ভিভো ফোনের গিকবেঞ্চ তালিকা থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Vivo V25-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

ভিভো ভি২৫ শীঘ্রই ভারত সহ বিশ্বের বিভিন্ন বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। V2202 মডেল নম্বর সহ ফোনটি সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ (Geekbench)-এ তালিকাভুক্ত হয়েছে। তালিকা অনুসারে, এই ডিভাইসটি MT6877V মডেল নম্বর যুক্ত একটি চিপসেট দ্বারা চালিত হবে, যা মিড-রেঞ্জের মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেটটি হবে বলেই মনে করা হচ্ছে। এই প্রসেসরটির সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৬৮ জিপিইউ-টি যুক্ত থাকবে।

Vivo V25

এছাড়া, গিকবেঞ্চে তালিকাভুক্ত ভিভো ভি২৫ মডেলে ৮ জিবি র‍্যাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে আশা করা যায়, ভিভো এই ডিভাইসটির একাধিক র‍্যাম অপশন বাজারে আনবে। এই ফোনে কমপক্ষে ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। ভিভো ভি২৫ অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে বলেও উল্লেখ করা হয়েছে তালিকায়। যেহেতু এটি একটি গ্লোবাল ভ্যারিয়েন্ট, তাই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভিত্তিক ফানটাচ ওএস ১২.১ (Funtouch OS 12.1) ইউজার ইন্টারফেসের থাকবে। গিকবেঞ্চে ভিভো ভি২৫ সিঙ্গেল-কোর টেস্টে ৭০০ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৯৯৭ পয়েন্ট স্কোর করেছে।

উল্লেখ্য, উক্ত স্পেসিফিকেশনগুলি ছাড়া Vivo V25-এর অন্যান্য বিবরণগুলি এখনও প্রকাশ্যে আসেনি। তবে, মাইস্মার্টপ্রাইস (MySmartPrice) ইতিমধ্যেই Vivo V25 Pro-এর স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে। জানা যাচ্ছে, V25 সিরিজের Pro মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে। এছাড়া, Vivo V25 Pro ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *