Samsung-এর বিশাল 9,800mah ব্যাটারির ট্যাবের দাম ফাঁস করল ফ্লিপকার্ট, শীঘ্রই লঞ্চ

গত কয়েক মাস ধরে একাধিক তথ্য ফাঁস হওয়ার পর, অবশেষে স্যামসাং (Samsung)-এর নতুন Fan Edition/ FE-এর ডিভাইসগুলির আগমন আসন্ন বলে মনে করা হচ্ছে৷ দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি ইতিমধ্যেই ভারতে S23 FE স্মার্টফোনকে টিজ করা শুরু করেছে৷ Galaxy Buds FE-ও আর্জেন্টিনার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। আর এখন Galaxy Tab S9 FE+ ট্যাবটিরও অস্তিত্ব কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে এবং শীঘ্রই এটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। স্যামসাং একটি ইভেন্টেই ফ্যান এডিশনের ঘোষণা করবে নাকি আলাদাভাবে লঞ্চ করবে, সেটাই এখন দেখার বিষয়।

প্রকাশ্যে এল Samsung Galaxy Tab S9 FE+ দাম

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ফ্লিপকার্ট (Flipkart)-এ তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি ই-কমার্স প্ল্যাটফর্মে আসন্ন ট্যাবলেটের উপলব্ধতা নিশ্চিত করেছে। ট্যাবের তালিকাটি শপিং প্ল্যাটফর্মে বিগ বিলিয়ন ডেজ মাইক্রোসাইটের অধীনে রয়েছে। বিগ বিলিয়ন ডেজ হল ফ্লিপকার্ট-এর বার্ষিক ফেস্টিভ সিজন সেল ইভেন্ট। সাইটে ট্যাব এস৯ এফই প্লাস-এর ডিজাইনও প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া মার্কেটিং রেন্ডারেও একই ডিজাইন দেখা গেছে।

ডিভাইসটিকে সাদা ব্যাক প্যানেলের সাথে দেখা যাচ্ছে, তবে লঞ্চের সময় এর আরও ভ্যারিয়েন্ট উন্মোচিত হতে পারে। এছাড়াও, ফ্লিপকার্টের লিস্টিংয়ে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস-এর মূল্যের আভাস দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে ‘মাত্র ৩X,XX৯ টাকা’। এটি ইঙ্গিত দেয় যে, ট্যাবলেটটির দাম ৩০,০০০ টাকা থেকে ৩৯,৯৯৯ টাকার মধ্যে হতে পারে।

Samsung galaxy s9 fe plus price range leaked on Flipkart

শোনা যাচ্ছে, Galaxy Tab S9 FE+ এ ১২.৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন ১,৬০০ x ২,৫৬০ পিক্সেল। এছাড়াও, ট্যাবলেটটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ কোম্পানির নিজস্ব Exynos 1380 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। আবার কোরিয়ান টেস্টিং ল্যাবরেটরি সূত্রে জানা গেছে যে, Galaxy Tab S9 FE+ তে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৯,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে।