2022 Mahindra Scorpio: প্রতীক্ষার অবসান, নতুন স্করপিওর লঞ্চের তারিখ ঘোষণা হল
তৃতীয় প্রজন্মের স্করপিও এসইউভির আত্মপ্রকাশের সময় নিয়ে যাবতীয় জল্পনার অবসান। কুড়িতম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জুনের ২৭ তারিখে পর্দা সরানো হবে ভারতীয়দের অন্যতম প্রিয় এই গাড়ির নতুন সংস্করণের উপর থেকে। ২০২২-এর ২০ জুন দেশের বাজারে যাত্রা শুরু করেছিল স্করপিও। বর্তমানে দেশের সবচেয়ে পুরনো গাড়িগুলির মধ্যেও এটি একটি। যা এখনও বিক্রি হচ্ছে রমরমিয়ে।
2022 Mahindra Scorpio সম্পূর্ণ নতুন আপডেটের সাথে আসছে বলেই ফাঁস হওয়া ছবি থেকে ইঙ্গিত মিলেছে। যা একে একেবারে নতুন লুক দেবে। কেবিনের মধ্যেও থাকবে লক্ষ্যণীয় পরিবর্তন। ছয় এবং সাত আসনের বিকল্পে আসতে পারে নতুন মাহিন্দ্রা স্করপিও।
2022 Mahindra Scorpio-এ ফুল-এলইডি লাইটিং, ইলেকট্রিক সানরুফ, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, রুফ-ফেসিং স্পিকার, ক্রুজ কন্ট্রোল, ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কানেক্টিভিটি টেক, ৩৬০-ডিগ্রী ক্যামেরা, একাধিক এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল-সহ নানা আকর্ষণীয় বৈশিষ্ট্য উপস্থিত থাকবে।
নয়া ২০২২ মাহিন্দ্রা স্করপিও ২.২ লিটার ডিজেল এবং ২.০ লিটার পেট্রল ইঞ্জিন অপশনে আসতে পারে। যা সিক্স-স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক গিয়ারবক্সে বেছে নেওয়া যাবে। ডিজেল ইঞ্জিনটি একাধিক পাওয়ার কনফিগারেশনে উপলব্ধ হতে পারে। সবচেয়ে পাওয়ারফুল ভ্যারিয়েন্টের ক্ষমতা ১৮৫ পিএস হওয়ার সম্ভাবনা। পেট্রল ইঞ্জিনের একটিই স্ট্যান্ডার্ড ভার্সন থাকবে বলে অনুমান।
এসইউভিটির দাম ১২-১৩ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে। এই প্রাইস সেগমেন্টে Hyundai Creta, Skoda Kushaq, MG Astor, Nissan Kicks, Kia Seltos, এবং Volkswagen Taigun-এর সাথে প্রতিযোগিতা চলবে নতুন স্করপিওর।