Poco F3 GT এর ডিজাইনে মোহিত হবেন আপনিও, আগামী মাসে লঞ্চ‌ হচ্ছে

Poco F3 GT আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে বলে জল্পনা চলছে। Poco ইতিমধ্যেই এই গেমিং সেন্ট্রিক স্মার্টফোনকে টিজ করতে শুরু করেছে। পোকোর দাবি, Poco F3 GT-এর ডিজাইন এতটাই চমকপ্রদ যে খুব সংখ্যক স্মার্টফোন তা ম্যাচ করতে পারবে৷ লঞ্চের আগে পোকো আজ Poco F3 GT-এর কালার অপশন টিজ করছে।

Poco F3 GT কালার

পোকো জানিয়েছে, পোকো এফ৩ জিটি গানমেটাল সিলভার এবং প্রিডিটেটর ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। এছাড়া পোকো এফ৩ জিটি-এর গ্লাস ব্যাক প্যানেলে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট ও অ্যান্টি রিফ্লেকশন ম্যাট ফিনিশ থাকবে। আবার পোকো এফ৩ জিটি গেমিং ট্রিগার বাটনের সাথে আসবে।

Poco F3 GT স্পেসিফিকেশন (আনঅফিসিয়াল)

একাধিক রিপোর্টে দাবি, পোকো এফ৩ জিটি চীনে লঞ্চ হওয়া রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশন এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে আসছে।

সুতরাং, পোকো এফ৩ জিটি ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম ও ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০৬৫ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন