একদম সস্তায় নিজের মোবাইলে দেখুন Amazon Prime Video, বছরভর বিনোদন মাত্র ৫৯৯ টাকায়
সাম্প্রতিক সময়ে ভারতে OTT প্ল্যাটফর্মে সময় কাটানোর প্রবণতা যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে Amazon Prime Video-র কন্টেন্ট বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এমনকি ইউজারদের চাহিদা দেখে Amazon কোম্পানি তার এই সাবস্ক্রিপশন ভিত্তিক স্ট্রিমিং পরিষেবার আলাদা মোবাইল ভার্সনও চালু করেছে। সেক্ষেত্রে আপনিও যদি মুঠোফোনে Amazon Prime Video প্ল্যাটফর্মটির মাধ্যমে বিনোদন পেতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি দারুণ সুখবর! আসলে সংস্থাটি আজ মোবাইল সংস্করণের জন্য একটি নতুন বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে, যা আগ্রহীরা খুব কম খরচেই অ্যাক্সেস করতে পারবেন।
এবার থেকে Amazon Prime Video সাবস্ক্রাইব করা যাবে মাত্র ৫৯৯ টাকায়
প্রথমেই বলে রাখি যে, এই নতুন প্ল্যানে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইলের পুরো এক বছরের সাবস্ক্রিপশন নেওয়া যাবে মাত্র ৫৯৯ টাকায়। আর এর সাহায্যে আপনারা লেটেস্ট অ্যামাজন প্রাইম কন্টেন্ট (যেমন নতুন সিনেমা, অ্যামাজন অরিজিনাল কন্টেন্ট, লাইভ ক্রিকেট ইত্যাদি) মোবাইলে দেখতে পাবেন। তবে মনে রাখবেন, এই প্ল্যানটি সাবস্ক্রাইব করলে টিভি বা ল্যাপটপে প্রাইম ভিডিও দেখা যাবেনা। তাছাড়া সাবস্ক্রাইবরা এতে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন সাপোর্ট পাবেন, মানে ব্যবহারকারীরা একবারে একটিমাত্র ফোনে অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট লগ-ইন করে তা উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে নতুন প্ল্যানটি সাইন-আপের জন্য প্রাইম ভিডিও অ্যাপ (অ্যান্ড্রয়েড) বা ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, নতুন অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যানের সাথে গ্রাহকরা স্ট্যান্ডার্ড ডেফিনিশন অর্থাৎ এসডি (SD) কোয়ালিটিতে ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা পাবেন। অর্থাৎ গ্রাহকরা এতে শুধুমাত্র ৪৮০ পিক্সেল (480p) কোয়ালিটিতে ভিডিও দেখতে পারবেন। এছাড়া এই প্ল্যান সাবস্ক্রাইব করলে কন্টেন্টের সাথে বিজ্ঞাপনও দেখতে হবে, মানে এটি বিজ্ঞাপনমুক্ত পরিষেবা অফার করবেনা।
ক্রমশ বাড়ছে Amazon Prime Video Mobile-এর চাহিদা
যারা জানেন না তাদের বলে রাখি, অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সংস্করণটি গত বছর প্রথম চালু হয়েছিল। সেক্ষেত্রে এখন কম সাবস্ক্রিপশন খরচ অফার করে প্ল্যাটফর্মটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং নেটফ্লিক্স (Netflix), ভুট (Voot) বা ডিজনি+হটস্টার (Disney+Hotstar)-এর মত অন্যান্য স্ট্রিমিং পরিষেবাগুলির সাথে কড়া প্রতিযোগিতা চালাতে চাইছে। এই বিষয়ে প্রাইম ভিডিও ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট গৌরব গান্ধী বলেছেন যে, গত ৬ বছরে তারা ভারতে প্রাইম ভিডিওতে বিশাল দর্শকের বৃদ্ধি দেখেছেন। তাই পছন্দের প্ল্যাটফর্মটির বিনোদন আরও সহজলভ্য করার জন্য এই নতুন বার্ষিক মোবাইল প্ল্যান চালু করতে পেরে সংস্থাটি বেশ উত্তেজিত।