iPhone 12 এর সাথে বিনামূল্যে ইয়ারপড, কেবল এই দেশে পাওয়া যাবে
জনপ্রিয় ব্র্যান্ড Apple তাদের নবতম iPhone 12 সিরিজের স্মার্টফোনের বক্সে পরিবেশ সচেতনতার পরিচয় রেখেছে। ক্রেতার হাতে পছন্দের স্মার্টফোনটি তুলে দেওয়ার ক্ষেত্রে তারা পূর্বের চেয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে বদ্ধপরিকর। iPhone 12 বা Apple এর অন্যান্য স্মার্টফোনের সঙ্গে ইয়ারপড বা চার্জার না দেওয়ার মতো সিদ্ধান্তও তাদের পরিবেশ ভাবনার ফসল বলেই তারা দাবী করেছে! যদিও ফ্রান্সে তারা খানিকটা বাধ্য হয়েই ক্রেতাকে ফোনের সঙ্গে ইয়ারপড সরবরাহে সম্মত হয়েছে।
নবাগত iPhone 12 সিরিজটির বক্সে কোন ইয়ারপড ও চার্জার না দেওয়ার পেছনে অ্যাপেল একাধিক যুক্তি পেশ করেছে। তাদের বক্তব্য এর ফলে বিশ্বজুড়ে বছরে প্রায় দুই মিলিয়ন মেট্রিক টন কার্বন নির্গমন রোধ করা যাবে, কমবে দূষণ। কিন্তু ফ্রান্সের সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রেডিও বৈদ্যুতিন তরঙ্গ সংক্রান্ত নির্দেশবিধি অনুযায়ী, ক্রেতাকে স্মার্টফোনের সঙ্গে ইয়ারপড বা হেডসেট সরবরাহ জরুরী। এই শর্ত লঙ্ঘিত হলে অভিযুক্ত সংস্থাকে ৭৫,০০০ ইউরো পর্যন্ত বিপুল অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হতে পারে!
আসলে স্মার্টফোন থেকে নির্গত রেডিও বৈদ্যুতিন তরঙ্গ মানুষের স্বাস্থ্যের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে থাকে। ১৪ বছর বা তার চেয়ে কম বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে এই প্রভাবের পরিমাণ আরো বেশী। তাই মানুষের স্বাস্থ্যের বিষয়টি স্মরণে রেখেই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ক্রেতাকে ফোনের সাথে ইয়ারপড বা হেডসেট সররাহ করে থাকেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে পাস হওয়া আইন অনুযায়ী তাই ফ্রান্স সরকার Apple কে ইয়ারপড বা হেডসেট সহ স্মার্টফোন বিক্রির নির্দেশ দিয়েছে।
ফ্রান্স বাদে অন্যান্য দেশগুলির ক্ষেত্রে অবশ্য এই আইন কার্যকর নয়। তাই অন্য সমস্ত দেশেই Apple তাদের ডিভাইসের সাথে কেবলমাত্র একটি ইউএসবি টাইপ সি কেবল বিনামূল্যে দিচ্ছে, যার মাধ্যমে ডিভাইস ব্যবহারকারি ডেটার আদানপ্রদান করতে পারবেন। Apple এর বক্তব্য এইভাবেই তাদের বক্সটি অনেক বেশী পরিবেশ বান্ধব হয়ে উঠেছে। এখন সদ্য বাজারে আসা iPhone 12 বা অ্যাপেলের অন্যান্য স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে এই ঘটনা কতটা প্রভাব বিস্তার করবে তার উত্তর পাওয়া যথেষ্ট সময়সাপেক্ষ।