পুরানো iPhone ও iPad মডেল ব্যবহার করলে এক্ষুনি ডাউনলোড করুন iOS 12.5.4 আপডেট
Apple তাদের পুরনো iPhone ও iPad মডেলের জন্য iOS 12.5.4 আপডেট নিয়ে এল। iPhone 5s থেকে শুরু করে অরিজিনাল iPad Air, এবং iPad mini 2 ও অন্যান্য ডিভাইস ইউজাররা নতুন আপডেটটি পাবেন। এই আপডেটে তিনটি সিকিউরিটি ইস্যু ফিক্স করা হয়েছে। মনে রাখবেন যারা লেটেস্ট জেনারেশনের iPhone বা iPad ব্যবহার করেন তারা এই আপডেট করবেন না, কারণ আপনাদের ডিভাইসগুলি যথাক্রমে iOS 14.6 এবং iPadOS 14.6-এ চলে।
iOS 12.5.4 আপডেটে নতুনত্ব কি আছে
Apple তাদের সাপোর্ট পেজে জানিয়েছে, এই আপডেটে WebKit engine এর দুটি সমস্যার সমাধান করা হয়েছে, যাদের CVE-2021-30761 এবং CVE-2021-30762 নাম দেওয়া হয়েছে। আবার CVE-2021-30737 নামের একটি মেমোরি ঘটিত সমস্যা ঠিক করা হয়েছে।
সাপোর্ট পেজে আরো বলা হয়েছে, তিনটি সুরক্ষা সমস্যা হ্যাকারকে বিশেষভাবে তৈরি করা ওয়েব কনটেন্টের মাধ্যমে ম্যালিশিয়াস কোড ডিভাইসে প্রেরণ করার সুযোগ করে দেয়। Apple আরও জানিয়েছে যে বিশেষত ওয়েবকিট সমস্যাগুলি গুরুতর ছিল।
কিভাবে ডাউনলোড করবেন iOS 12.5.4 আপডেট
Apple তাদের iOS 12.5.4 আপডেট iPhone 5s, iPhone 6, iPhone 6 Plus, iPad Air, iPad mini 2, iPad mini 3, এবং sixth-generation iPod touch এর জন্য রোল আউট করেছে। ইউজাররা আপডেটটি ডাউনলোড করার জন্য Settings > General > Software Update অপশনে যান।