5G e-Band Spectrum: দেশে উন্নত ৫জি পরিষেবা দিতে দাবি দাওয়া পেশ এয়ারটেলের
আগামী কয়েক মাসের মধ্যেই দেশে 5G স্পেক্ট্রাম নিলামের আয়োজন করা হবে। সেখানে অংশগ্রহণের পূর্বে বেসরকারি টেলকোগুলি বর্তমানে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবিদাওয়া পেশ করতে ব্যস্ত। ভারতী এয়ারটেল (Bharati Airtel) গ্রুপের সিইও (CEO) গোপাল ভিত্তলের পক্ষ থেকেও এ সংক্রান্ত তাদের কয়েকটি নির্দিষ্ট চাহিদার কথা সরকার এবং টেলিকম নিয়ামক সংস্থার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তার দাবি, 5G এয়ারওয়েভের পাশাপাশি সরকার ই-ব্যান্ড (E-Band) স্পেক্ট্রাম নিলামের বন্দোবস্ত করুক। এটি ব্যাকহল (Backhaul) পরিষেবার ক্ষেত্রে বিশেষ কার্যকর হবে। ই-ব্যান্ড স্পেক্ট্রাম বরাদ্দ না করলে 5G পরিষেবা সরবরাহেও সমস্যা তৈরী হবে বলে ভিত্তলের অভিমত।
E-Band স্পেক্ট্রাম বরাদ্দ ছাড়াও সরকারের কাছে RoW সংক্রান্ত জটিলতা সমাধানের আবেদন জানালেন ভিত্তল
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের মতে, এয়ারটেল সিইও সরকারের কাছে রাইট অফ ওয়ে বা RoW সংক্রান্ত জটিলতা সমাধানের আবেদন করেছেন। একইসাথে তিনি BharatNet পরিষেবার সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (SLA) সহ আরো অন্যান্য কিছু সমস্যা নিরসনের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন।
ভিত্তলের মতে, সরকার কখনোই টেলকোগুলির হাতে ই-ব্যান্ড স্পেক্ট্রাম তুলে দেয়নি। এর ফলে তা সবসময় অব্যবহৃত থেকে গিয়েছে। কিন্তু আসন্ন 5G স্পেক্ট্রাম নিলামের সময় ই-ব্যান্ড স্পেক্ট্রাম বরাদ্দ করা হলে তা পরবর্তী প্রজন্মের টেলিকম পরিষেবা সরবরাহে খুবই সহায়ক হবে। সেকারণেই ভিত্তল এ ব্যাপারে আলাদা করে জোর দিয়েছেন।
উল্লেখ্য, বর্তমানে ভারত ব্যাকহল সিস্টেম ব্যবহারে একেবারেই পিছিয়ে রয়েছে। তবে টেলিকম পরিষেবা সরবরাহকারীদের হাতে ই-ব্যান্ড স্পেক্ট্রাম তুলে দিলে এই অবস্থার কিছুটা সুরাহা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে মোবাইল টাওয়ারের সক্রিয় ব্যাকহল ব্রডব্যান্ড ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেজন্য ভিত্তল মনে করেন, ই-ব্যান্ড স্পেক্ট্রাম নিলাম না হলে ভারতে 5G পরিষেবা পূর্ণ সাফল্য পাবে না।
সরকারের কাছে Airtel সিইও ভিত্তল তার বক্তব্য খুব জোরের সাথেই পেশ করেছেন। এর আগে কোনো টেলিকম অপারেটর সংস্থা এতটা জোরের সঙ্গে ই-ব্যান্ড স্পেক্ট্রামের পক্ষে সওয়াল করেনি। ফলে অনেকের অভিমত, সরকারের উচিত এয়ারটেল সিইও'র পরামর্শ মেনে নেওয়া। কারণ, আলোচ্য স্পেক্ট্রাম উন্নত 5G পরিষেবা প্রদানে অত্যন্ত লাভজনক হতে পারে।