বেঁচে যাবে মুমুর্ষু রোগী, 5G কানেক্টিভিটি সম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করল Airtel
অ্যাপোলো হাসপাতাল (Apollo Hospitals) এবং সিসকো (Cisco) -র সঙ্গে জোট বেঁধে স্বাস্থ্যক্ষেত্রে 5G প্রযুক্তি ব্যবহারের এক অভিনব দিশা দেখালো ভারতী এয়ারটেল (Bharati Airtel)। উপরোক্ত সংস্থাদ্বয়ের সর্বাত্মক সাহায্য নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বর্তমানে 5G কানেক্টিভিটি সম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে, যা আপৎকালীন পরিস্থিতিতে রোগীদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে।
Airtel -এর হাত ধরে বেঙ্গালুরু শহরে 5G কানেক্টিভিটি সম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা
আজ্ঞে হ্যাঁ, কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর প্রদত্ত ট্রায়াল স্পেকট্রাম কাজে লাগিয়ে ইতিমধ্যে Airtel স্বাস্থ্যক্ষেত্রে আসন্ন 5G প্রযুক্তির গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। সেক্ষেত্রে অ্যাপোলো হাসপাতালকে পাশে নিয়ে সংস্থার উদ্যোগে বেঙ্গালুরু শহরে চালু হয়েছে 5G কানেক্টিভিটি সম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা। এজন্য 5G কানেক্টিভিটি যুক্ত একাধিক অ্যাম্বুলেন্স সর্বাধুনিক মেডিকেল উপকরণ, রোগী নজরদারির অ্যাপ্লিকেশন, টেলিমেট্রি ডিভাইস, অনবোর্ড ক্যামেরা, ক্যামেরা ভিত্তিক হেডগিয়ার প্রভৃতিতে সজ্জিত করে রোগী পরিবহনে ব্যবহার করা হচ্ছে। ফলে পথে রোগীর শারীরিক পরিস্থিতি সংক্রান্ত প্রতি মুহূর্তের আপডেট নিম্ন ল্যাটেন্সি ও উচ্চগতির এয়ারটেল 5G নেটওয়ার্কের মাধ্যমে হাসপাতালে পৌঁছে যাচ্ছে। এভাবে রোগী ও তার পরিজনদের স্বাস্থ্য সংক্রান্ত সর্বোচ্চ পরিষেবা প্রদান সম্ভব হচ্ছে এবং রোগী প্রাণহানির আশঙ্কা থেকেও অনেকটাই মুক্তি পাচ্ছেন।
আসলে কোনো গুরুতর শারীরিক সমস্যার মুখোমুখি হলে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে পৌঁছে দেয়। সেক্ষেত্রে রোগীর বাড়ি থেকে হাসপাতালের পথ দূরে বা কাছে যাই হোক না কেন তা অতিক্রম করা সবসময়েই একজন রোগীর পক্ষে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই উদ্দেশ্যে যাত্রার পথে তার শারীরিক অবস্থার প্রতিটি খুঁটিনাটি তথ্য যদি উন্নত 5G পরিষেবার মাধ্যমে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়, তবে সেটা যে তার প্রাণহানির শঙ্কাকে অনেকখানি দূরীভূত করে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অ্যাপোলো হাসপাতাল এবং সিসকোকে সাথে নিয়ে এয়ারটেলের 5G অ্যাম্বুলেন্স পরিষেবা সম্প্রতি এই কাজটাই বেশ সফলভাবে করে দেখাচ্ছে।
ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবার হালহকিকত বদলে দেবে 5G প্রযুক্তি
উল্লেখ্য অ্যাপোলো হাসপাতাল ও সিসকো -র সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাস্থ্যক্ষেত্রে আলোচ্য পরিষেবা সরবরাহ করতে পেরে এয়ারটেল বিজনেসের (Airtel Business) ডিরেক্টর তথা সিইও অজয় চিতকারা সংবাদমাধ্যমে যথেষ্ট উচ্ছ্বসিত মন্তব্য করেছেন। তার দাবি, আগামীদিনে স্বাস্থ্য পরিষেবায় 5G প্রযুক্তির আরো উন্নত ও অভূতপূর্ব প্রয়োগ ঘটাতে তারা প্রস্তুত।
অন্যদিকে অ্যাপোলো হাসপাতাল গোষ্ঠীর যুগ্ম ম্যানেজিং ডাইরেক্টর সঙ্গীতা রেড্ডি জানিয়েছেন, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবায় Airtel 5G কানেক্টিভিটির অন্তর্ভুক্তি তাদের আপৎকালীন মুহূর্তে রোগীদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে। এছাড়া সিসকো ইন্ডিয়া এবং সার্কের (SAARC) সার্ভিস প্রোভাইডার বিজনেস অধিকর্তা আনন্দ ভাস্কর এয়ারটেলের সাথে আলোচ্য চুক্তির ব্যাপারে বলতে গিয়ে বর্তমান স্বাস্থ্য পরিষেবার চেহারা বদলে দিতে 5G প্রযুক্তি যে কতদূর সহায়ক হতে পারে সেকথা আলোচনা করেছেন।