BSNL-এর জোড়া প্ল্যানে ধামাকা অফার, অতিরিক্ত চার্জ ছাড়াই মিলবে ৬০ ও ৯০ দিনের এক্সট্রা ভ্যালিডিটি
জনপ্রিয়তার নিরিখে দেশের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL (বিএসএনএল) বা ভারত সঞ্চার নিগম লিমিটেড বেশ খানিকটা পিছিয়ে থাকলেও গ্রাহকদের সুবিধার্থে সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করার ক্ষেত্রে কিন্তু এই সংস্থাটির জুড়ি মেলা ভার! হালফিলে যেখানে সমস্ত প্রাইভেট টেলিকম অপারেটররা তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম ২০% থেকে ২৫% পর্যন্ত বাড়িয়েছে, সেখানে BSNL-ই একমাত্র কোম্পানি যারা প্রিপেইড শুল্ক বৃদ্ধির পথে না হেঁটে একের পর এক অত্যন্ত সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান মার্কেটে নিয়ে এসে গ্রাহকদের সন্তুষ্ট রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে আপনি যদি বিএসএনএল-এর গ্রাহক হন, এবং সংস্থার দীর্ঘমেয়াদী কোনো রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। কারণ এখানে আমরা বিএসএনএলের ২,৩৯৯ টাকা এবং ২,৯৯৯ টাকার এমন দুটি প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেখানে সাধারণ সুবিধার পাশাপাশি এক বছরের লম্বা মেয়াদের সুযোগ মিলবে। শুধু তাই নয়, বিএসএনএল এই প্ল্যানগুলিতে অতিরিক্ত ভ্যালিডিটি প্রদান করছে, যার জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। তাহলে চলুন, এই আকর্ষণীয় প্ল্যান দুটির সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
BSNL-এর ২,৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যান:
বিএসএনএলের এই ২,৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০ টি করে এসএমএস করার সুযোগ পাবেন। এমনিতে এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন হলেও এখন sansthar বিশেষ অফারের সুবাদে এই প্ল্যানে ৬০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি মিলবে। তবে এই অফারটি ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত ভ্যালিড থাকবে। অর্থাৎ, ইউজাররা ৩১ মার্চের মধ্যে এই প্ল্যানটি রিচার্জ করলে মোট ৪২৫ দিনের ভ্যালিডিটি পাবেন।
BSNL-এর ২৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান:
২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০ টি করে এসএমএস সহ দৈনিক ৩ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। এমনিতে এই প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন। কিন্তু এখন বিএসএনএলের বিশেষ অফারে এই প্ল্যানে ৯০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে এই অফারটি কেবলমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ। আপনাদেরকে বলে রাখি যে, উল্লিখিত অফারটি ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত উপলব্ধ থাকবে। তাই এই ৯০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি, অর্থাৎ মোট ৪৫৫ দিনের বৈধতা পেতে গেলে আপনাকে ৩১ মার্চের মধ্যে প্ল্যানটি রিচার্জ করতে হবে, নইলে অতিরিক্ত ৯০ দিনের জন্য উপলব্ধ সুবিধা আপনি মিস করে যাবেন!