10 লাখের কমেই Tata, Hyundai দের সানরুফ যুক্ত গাড়ি! জানা থাকুক আপনার

একটা সময় ছিল যখন শুধু দামি গাড়িতেই সানরুফ দেখতে পাওয়া যেত। কিন্তু বর্তমানে প্রতিযোগিতার বাজারে এখন তা আপনার সাধ্যের মধ্যেই। এই মুহূর্তে বেশিরভাগ গাড়ির একটি সানরুফ ভ্যারিয়েন্ট থাকতে দেখা যায়। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ডিজাইন এবং স্টাইল স্টেটমেন্ট এক আলাদা ভাবে সংজ্ঞায়িত হয়েছে সেখানে গাড়ির এই সানরুফ এক বিশেষ বার্তা বহন করে। এই প্রতিবেদনে সানরুফ যুক্ত দেশের সবচেয়ে সস্তা পাঁচ গাড়ির তালিকা রইল।

Hyundai i20 Asta (৯.০৪ লাখ টাকা)

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্ডাই এর তৈরি i20 মডেলটির Asta ভ্যারিয়েন্ট এ পাবেন আপনার পছন্দের সানরুফ। তালিকায় সবচেয়ে সস্তা মডেল এটি। একাধিক প্রয়োজনীয় ফিচার সমৃদ্ধ i20 Asta বাস্তবিক ক্ষেত্রেই একটি “ভ্যালু ফর মানি” মডেল। i20 মডেলটির তৃতীয় প্রজন্মের সংস্করণ বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় উপমহাদেশে। তার সাথেই এই সানরুফ অপশন এক অতিরিক্ত অলংকার যোগ করেছে এই হ্যাচব্যাক মডেলে।

Tata Nexon XM S Petrol (৯.৪০ লাখ টাকা)

বিগত দুই-তিন বছর ধরেই আমাদের দেশের এসইউভির মার্কেট নিজের কবজায় রেখেছে টাটা নেক্সন। নিজের পছন্দমত গ্রাহকরা মডেল বাছার জন্য একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে এতে। এরমধ্যে সানরুফ যুক্ত সংস্করণটি হল XM S Petrol। এছাড়াও আরো বেশ কিছু সংযুক্তিকরণ ফিচার রয়েছে নেক্সন এর এই ভ্যারিয়েন্টে।

Mahindra XUV300 W6 NT Petrol (১০ লাখ টাকা)

টাটা নেক্সনের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের বাজারে উপলব্ধ রয়েছে Mahindra XUV300। এই মডেলটির W6 NT Petrol এডিশনে অপশনাল ফিচার হিসেবে পাবেন ইলেকট্রিক সানরুফ। এর এক্স শোরুম মূল্য ১০ লাখ টাকা। এর পাশাপাশি গ্লোবাল এনক্যাপ সেফটি রেটিং এ ফাইভ স্টার প্রাপ্ত এই গাড়িটি আমাদের দেশের অন্যতম সুরক্ষিত একটি মডেল। দামের সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তিশালী ইঞ্জিন এবং অনেক ধরনের বৈশিষ্ট্য পাবেন এতে।

Kia Sonet HTK Plus Turbo iMT Petrol (১০.৪৯ লাখ টাকা)

ভারতের সাব কমপ্যাক্ট এসইউভির জগতে আকর্ষণীয় ডিজাইন সমৃদ্ধ মডেলের তকমা পেয়েছে কিয়া সনেট। এই গাড়িটির HTK Plus Turbo iMT এডিশনে সানরুফের অপশন দেওয়া হয়েছে, যার এক্স শোরুম মূল্য ১০.৪৯ লাখ টাকা। শক্তিশালী টার্বো চার্জড ইঞ্জিন এবং iMT প্রযুক্তি উপলব্ধ রয়েছে কিয়া সনেটের এই সংস্করণে।

Hyundai Venue SX Petrol (১০.৯৩ লাখ টাকা)

কিয়া সনেটের মতো একই ধরনের প্লাটফর্মের উপর নির্মিত হয়েছে আরও এক সাব কম্প্যাক্ট এসইউভি মডেল হুন্ডাই ভেন্যু। ১০.৯৩ লাখ টাকায় কিনতে পাওয়া এই গাড়িটির SX Petrol এডিশন যেখানে সানরুফের অপশন পাবেন আপনি। অতি জনপ্রিয় এই ভেন্যু গাড়িটি তার নিজে দক্ষতায় ভারতবাসীর মধ্যে যথেষ্ট সাড়া ফেলতে সক্ষম হয়েছে।