BGMI এবং Free Fire MAX-কে টেক্কা দিতে আসছে Diablo Immortal গেম, শুরু হল প্রি-রেজিস্ট্রেশন
আপনি কি গেম খেলতে ভীষণ ভালোবাসেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আসলে সম্প্রতি ব্লিজার্ড (Blizzard) তাদের আসন্ন ক্রস-প্ল্যাটফর্ম গেম ডায়াব্লো ইমমর্টাল (Diablo Immortal) লঞ্চ করার কথা ঘোষণা করেছে, যেটি অ্যান্ড্রয়েড, আইওএস, এবং পিসিতে বিনামূল্যে খেলা যাবে। তবে শুধুমাত্র বিনামূল্যে খেলা যাবে বলেই যে এটি ইউজারদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হবে তা নয় কিন্তু, এই গেমটির মূল বিশেষত্ব হল এটির অত্যাধুনিক গ্রাফিক্স এবং ক্রস-প্ল্যাটফর্ম সাপোর্ট। আসন্ন এই গেমটি যে BGMI এবং Free Fire MAX-কে জোর টক্কর দিতে চলেছে, সেকথা বলাই বাহুল্য।
সকল গেম অনুরাগীদেরকে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই গেমটির প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। Google Play Store-এ গিয়ে এই কাজটি অতি অনায়াসেই সেরে ফেলতে পারবেন ইউজাররা। ডায়াব্লো ইমমর্টাল গেমের প্লটকে Diablo II: Lord of Destruction এবং Diablo III-এর মধ্যে কোথাও স্থাপন করা হবে, এবং খেলোয়াড়দের ওয়ার্ল্ড স্টোনের সমস্ত ফ্ল্যাগবোর্ড খুঁজে বের করতে হবে। যদিও গেমিং দুনিয়ায় এই গেমটি নতুন নয়, তবে এর ক্রস-প্ল্যাটফর্ম ফিচারই এটিকে সকলের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলবে। এই গেমে আকর্ষণীয় স্টোরিলাইন এবং গেমিং কনটেন্টের পাশাপাশি Barbarian, Wizard, এবং Necromancer-এর মতো কিছু ক্লাসিক এবং অত্যন্ত জনপ্রিয় ক্যারেক্টারের দেখা পাবেন গেমাররা। সেইসাথে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র ব্যবহারেরও সুযোগ মিলবে৷
উল্লেখ্য যে, যে-কোনো বয়সের প্লেয়াররাই এই গেমটিকে অত্যন্ত সহজে খেলতে পারবেন। আপনি যে ডিভাইসে গেমটি খেলবেন, তার স্ক্রিনের এক সাইডে মুভমেন্টের কন্ট্রোল এবং অন্য সাইডে অ্যাটাক, পজিশন, ম্যাজিক-এর মতো কন্ট্রোলের সুবিধা থাকবে। তবে পিসিতে এই গেমটি খেলার ক্ষেত্রে পদ্ধতি কিছুটা আলাদা হতে পারে। এশিয়া প্যাসিফিক রিজিয়নের নির্বাচিত কিছু জায়গায় এই গেমটিকে লঞ্চ করা হবে।
একথা নিঃসন্দেহে অনস্বীকার্য যে, সাম্প্রতিককালে ভারতে অনলাইন গেমিংয়ের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে PUBG Mobile এবং Free Fire-এর মতো জনপ্রিয় গেমগুলি ভারতীয় প্লেয়ারদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল। আর যেহেতু এই গেমগুলি মোবাইলে খেলা যায়, তাই প্রচুর সংখ্যক ভারতীয় এই গেমগুলিকে নিজেদের অবসর সময়ের সঙ্গী করে নিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হল, ভারতে এই দুটি গেমকেই নিষিদ্ধ করা হয়েছে। ফলে চলতি সময়ে BGMI এবং Free Fire Max-এর পাশাপাশি আসন্ন এই Diablo Immortal গেমটিও ভারতীয় গেমারদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হবে বলেই ধরে নেওয়া যেতে পারে।