Facebook-এ এই কাজগুলি করলেই সোজা জেল, সাবধান হয়ে যান

Update: 2022-01-08 05:09 GMT

ইন্টারনেট কানেকশন রয়েছে অথচ Facebook (ফেসবুক) ব্যবহার করেন না, এমন মানুষ বর্তমানে খুব কম রয়েছেন। এমনিতে বিনোদনের পাশাপাশি সময়ের সাথে আপডেট থাকার জন্য Facebook একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। কিন্তু যথেচ্ছাচারে যদি এটি ব্যবহার করা হয়, তাহলে সামান্য অসাবধানতাও আপনাকে আইনি সমস্যায় ফেলতে পারে। আসলে আমরা অনেকেই ফেসবুকে কিছু লেখা বা পোস্ট শেয়ার করার আগে ভাবি না যে এর কী পরিণতি হতে পারে। ফলস্বরূপ নানা ধরণের সমস্যায় জড়িয়ে পড়তে হয়, এমনকি জেলেও যেতে হতে পারে। তাই আজ আমরা এই প্রতিবেদনে, ফেসবুক ব্যবহারের সময়ে কী সম্পর্কে সতর্ক থাকা উচিত, সে সম্পর্কে জানাবো।

ভুলেও ফেসবুকে এই তিনটি কাজ করবেন না (Don't do these four things on Facebook)

অশ্লীল শব্দের ব্যবহার‌ (Use of obscene language) : কোনো ইউজার যদি ফেসবুক পোস্টের মাধ্যমে ক্রমাগত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশ্লীল বা অপশব্দ ব্যবহার করেন, তাহলে তা সেই ব্যক্তির জেল হতে পারে। কারণ এটি আইটি সেলের বিশেষ আইন অনুসারে অপরাধের আওতায় পড়ে।

আপত্তিকর পোস্ট (Offensive post) : আপনি যদি কোনো পোস্টের মাধ্যমে ফেসবুকে আপনার চিন্তাভাবনা শেয়ার করেন, কিন্তু সেই পোস্ট যদি আপত্তিকর হয় বা তাতে এমন কিছু লেখা থাকে যা কোনো ব্যক্তি, সম্প্রদায় বা কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তাহলে সেই পোস্ট আপনার শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। বিশেষত আপত্তিকর ভিডিও বা ছবি পোস্ট করলে, ইউজাররা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

ফ্যাক্টলেস ইনফরমেশন (Fake information) : ফেসবুক ইউজাররা প্রায়শই তাদের পোস্টে এমন সব ফ্যাক্টলেস বা ভিত্তিহীন তথ্য দিয়ে থাকেন, যার কারনে মানুষ সমস্যায় পড়তে পারে। তাই এমন পরিস্থিতিতে কোনো কিছু পোস্ট করার আগে সেই বিষয়ে ভালো করে জানুন এবং হাজতবাসের মত ঝামেলা এড়িয়ে চলুন।

পর্নোগ্রাফি (Pornography) : ভারত সহ বিভিন্ন দেশ এখন পর্নোগ্রাফি নিয়ে কঠোর নিয়ম-কানুন তৈরি করছে। বিশেষ করে চাইল্ড পর্নোগ্রাফির ব্যাপকতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই ফেসবুকে এই ধরনের কনটেন্ট আপনি পোস্ট করলে, জেলের হাওয়া খেতে হতে পারে।

Tags:    

Similar News