সে কি! OnePlus 6T ফোনে Windows 11 ইনস্টল করে কম্পিউটারের গেম খেলছে ইউজারেরা

Update: 2021-07-03 08:55 GMT

একথা আমরা সকলেই ভালোমতো জানি যে, মোবাইল এবং কম্পিউটার আলাদা আলাদা অপারেটিং সিস্টেম বা সফ্টওয়্যারের সাহায্যে চালিত হয়। কিন্তু মোবাইলের ওএস কম্পিউটারে বা কম্পিউটারের ওএস মোবাইলে পরিচালিত হলে কেমন হবে – সে ভাবনা অনেকেরই মনে উঁকি দিয়ে থাকে! সেক্ষেত্রে আগে Microsoft (মাইক্রোসফ্ট), মোবাইল ব্র্যান্ড Nokia-র সাথে হাত মিলিয়ে Windows ওএস যুক্ত ফোন আনলেও, এখন এরকম ফোন বাজারে খুব একটা দেখা যায়না। আবার অন্যান্য ব্র্যান্ডের ফোনে এই জাতীয় সফ্টওয়্যার পরিলক্ষিত হওয়ার বিষয়টিও কার্যত অসম্ভব! কিন্তু এই অসাধ্য সাধন করে ARM64 চিপ চালিত অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে, কিছুজন নতুন Windows 11 (উইন্ডোজ ১১) ওএস ইন্সটল করে কম্পিউটার গেমস খেলছেন বলে জানা গিয়েছে। এক্সডিএ ডেভলপারের রিপোর্ট অনুযায়ী, Nokia Lumia 950 XL, OnePlus 6 এবং OnePlus 6T ডিভাইসের সাথে এই ঘটনা ঘটানো হয়েছে।

অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে লেটেস্ট Windows 11

অবগতির জন্য বলে রাখি, Nokia Lumia 950 XL, OnePlus 6 এবং OnePlus 6T স্মার্টফোনের সাথে এমনিতে উইন্ডোজ ১১ ওএসের কোনো সম্পর্ক নেই। যদিও মাইক্রোসফ্ট আগে বলেছে যে এই নতুন সফ্টওয়্যার, কোয়ালকম (Qualcomm)-এর x64 চিপসেটের সাথে সামঞ্জস্য রাখবে; যদিও এর জন্য নির্দিষ্ট সিরিজের কোয়ালকম চিপের উল্লেখ করা হয়েছিল। এখন, রিপোর্ট থেকে জানা গেছে কিছু স্মার্টফোন ইউজার মোবাইলে কোনোভাবে এই ওএস ইন্সটল করে CS-GO, Far Cry, Need for Speed: Most Wanted, GTA IV, Minecraft ইত্যাদি পিসি গেম অ্যাক্সেস করছে।

স্বাভাবিকভাবেই মোবাইল চিপগুলিতে, x86 প্রসেসরের জন্য নির্মিত গেমগুলি কিভাবে সমর্থন করছে সেই নিয়ে প্রশ্ন থাকছে! এদিকে অনেকেই ভাবছেন মাইক্রোসফ্ট আবার ফোনের দিকে ঝুঁকছে কিনা। যদিও মাই স্মার্টপ্রাইস -এর মতে, সম্ভবত সংস্থাটি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। কারণ ইতিমধ্যে তারা মোবাইল ইকোসিস্টেমে প্রবেশের জন্য Surface Duo এনেছিল, কিন্তু এটি তেমন সফল হয়নি।

এই প্রসঙ্গে বলে রাখি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোনে উইন্ডোজ চালিত হওয়ার বিষয়টি নতুন নয়! এর আগেও OnePlus 6T বা Google Pixel ইউজাররা তাদের ডিভাইসে Windows 10 ইন্সটল করে ফেলেছিল বলে এক্সডিএ উল্লেখ করেছে। যদিও কিভাবে বিষয়টি সম্ভব হচ্ছে তা 'অধরা মাধুরী' হয়ে থেকে যাচ্ছে!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News