বিরাট সুযোগ! ৩৬০০ টাকা ডিসকাউন্টে মিলবে iPhone SE 2020, বিশদে জানুন
গতমাসে ভারতে লঞ্চ হয়েছিল iPhone SE 2020। ভারতে এখনও এই ফোনের বিক্রি শুরু হয়নি। তবে আগামী সপ্তাহেই ফ্লিপকার্টে এর সেল শুরু হবে। তার আগেই কোম্পানির তরফে জানানো হল যে এই ফোনের উপর ৩,৬০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। Flipkart এবং HDFC মিলে আইফোন এসই ২০২০ এর উপর ৩,৬০০ টাকা ডিসকাউন্ট অফার করছে। ফ্লিপকার্ট ইতিমধ্যেই Apple iPhone SE 2020 কে ‘ফ্লিপকার্ট ইউনিক’ প্রোডাক্ট হিসাবে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করেছে। তবে ফ্লিপকার্ট ছাড়াও ফোনটি ‘Apple Authorized Resellers’ থেকেও কেনা যাবে বলে কোম্পানি জানিয়েছিল। যদিও সেখানে এই ডিসকাউন্ট অফার পাওয়া যাবেনা। ফোনটি কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে।
iPhone SE 2020: দাম ও অফার :
Apple এর এই ফোনের দাম শুরু হয়েছে ৪২,৫০০ টাকা থেকে। এই দাম ফোনটির ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়াও iPhone SE 2020 ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলে পাওয়া যাবে। যাদের দাম যথাক্রমে ৪৭,৮০০ ও ৫৮,৩০০ টাকা। এই প্রত্যেকটি মডেলের উপর ফ্লিপকার্ট ও এইচডিএফসি ৩,৬০০ টাকা ডিসকাউন্ট অফার করবে।
iPhone SE 2020: স্পেসিফিকেশন
ডুয়েল সিমের এই ফোনে ৪.৭ ইঞ্চি রেটিনা এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি মেটাল বডির সাথে এসেছে। ডিসপ্লেতে ডলবি ভিশন ও এইচডিআর ১০ প্লেব্যাক সাপোর্ট করবে। দ্রুত কাজ করার জন্য এখানে হেপটিক টাচ ব্যবহার করা হয়েছে। এই ফোনে পাবেন এ ১৩ বায়োনিক প্রসেসর। এছাড়াও আছে ৩ জিবি র্যাম। তবে ফোনটি ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ১২ মেগাপিক্সেল সেন্সর সহ সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর অ্যাপারচার এফ/১.৮। আবার সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ওয়াই-ফাই ৬ সহ ফোনটি আইওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানি তরফে জানানো হয়েছে এতে ১,৮২১ এমএএইচ বিল্ট ইন ব্যাটারি ব্যবহার করেছে। যার দ্বারা ৪০ ঘন্টা অডিও শোনা যাবে বলে দাবি করা হয়েছে।