নতুন বছরের আনন্দ দ্বিগুণ করে দুর্ধর্ষ Redmi Note 13 5G সিরিজ 4 জানুয়ারি দেশে আসছে

রেডমি সম্প্রতি ভারতীয় বাজারে Redmi 13C সিরিজটি লঞ্চ করেছে। শাওমি (Xiaomi) অধীনস্থ ব্র্যান্ডটি এই নতুন লাইনআপের লঞ্চ ইভেন্টে, ভারতীয় বাজারের জন্য Redmi Note 13 Pro+ এর লঞ্চকেও টিজ করে এবং প্রকাশ করে যে এটি ভারতীয় বাজারে আগামী বছরের জানুয়ারিতে আত্মপ্রকাশ করবে। আর এখন কোম্পানির তরফে ভারতের বাজারে Redmi Note 13 5G-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের শুরুতেই এই সিরিজটি এদেশে আত্মপ্রকাশ করতে চলেছে।

Redmi Note 13 5G ভারতে আসছে জানুয়ারির শুরুতেই

শাওমি তাদের অফিসিয়াল এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে ঘোষণা করেছে যে, রেডমি নোট ১৩ ৫জি ভারতে ৪ জানুয়ারি লঞ্চ হবে। জানিয়ে রাখি, রেডমি নোট ১৩ ৫জি সিরিজে তিনটি হ্যান্ডসেট রয়েছে – নোট ১৩ ৫জি, রেডমি নোট ১৩ প্রো ৫জি এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি। যদিও, শাওমি প্রকাশ করেনি যে রেডমি নোট ১৩ সিরিজের তিনটি হ্যান্ডসেটই ৪ জানুয়ারি ভারতীয় বাজারে আসবে কিনা৷ তবে, যেহেতু ব্র্যান্ড রেডমি নোট ১৩ ৫জি সিরিজ বলছে, তাই ওইদিন একাধিক নোট ১৩ সিরিজের হ্যান্ডসেট লঞ্চ হবে বলে আশা করা যায়৷

প্রসঙ্গত, চীনে লঞ্চ হওয়া স্ট্যান্ডার্ড রেডমি নোট ১৩ ৫জি-তে ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১,০০০ নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর এবং সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম দ্বারা চালিত। ফটোগ্রাফির ক্ষেত্রে, রেডমি নোট ১৩ ৫জি-তে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি নোট ১৩ ৫জি-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, Redmi Note 13 Pro 5G-এ ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৮০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সমানে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট দ্বারা চালিত এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে।
,

আবার, টপ-এন্ড Redmi Note 13 Pro+ 5G-এর ডিসপ্লেটি Note 13 Pro 5G-এর মতোই। তবে, এতে MediaTek Dimensity 7200 Ultra প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটিতে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে। Redmi Note 13 Pro+ 5G-তে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট দ্রুত চার্জিং সাপোর্ট করে। Redmi Note 13 5G সিরিজের দাম ভারতীয় বাজারে প্রায় ১৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে। আশা করা যায় কোম্পানি খুব শীঘ্রই Redmi Note 13 5G সিরিজের জন্য আরও প্রোমোশনাল টিজার প্রকাশ করবে।