একটানা চলবে ৭ দিন, হার্ট রেট মনিটারিং সহ সস্তায় লঞ্চ হল Redmi Watch

Redmi আজ ঘরেলু মার্কেটে Redmi Note 9 সিরিজের পাশাপাশি Redmi Watch লঞ্চ করলো। উল্লেখ্য, Redmi যে একটি স্মার্টওয়াচ লঞ্চ করবে তা রেডমির জেনারেল ম্যানেজার Lu Weibing উইবোতে একটি পোস্টের মাধ্যমে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। আজ সেই সম্ভাবনা সত্যি প্রমাণিত করেই রেডমি তার প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করলো। হার্ট রেট মনিটারিং ও স্লিপ ট্রাকিং ফিচারের সাথে আসা Redmi Watch বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছে।

Redmi Watch এর দাম ও লভ্যতা

রেডমি ওয়াচের দাম রাখা হয়েছে ২৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৩৫০ টাকার সমান। এটি ইঙ্ক ব্লু (Ink Blue), আইভরি (Ivory) ও এলিগ্যান্ট ব্ল্যাক (Elegant Black) কালার অপশনে পাওয়া হবে। ওয়াচের strap পিঙ্ক ও গ্রীন কালারেও উপলব্ধ হবে। চীনে এর সেল শুরু হবে ১ ডিসেম্বর থেকে। অন্যান্য দেশের বাজারে এটি কবে লঞ্চ করা হবে তা জানা যায় নি। তবে চীনের বাইরে এটি Xiomi Mi Watch Lite নামে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Redmi Watch এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি ওয়াচের ডায়ালে ৩২০x৩২০ পিক্সেল রেজোলিউশনের ১.৪ ইঞ্চি এইচডি কালার ডিসপ্লে আছে। ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৩২৩ পিপিআই। ওয়াচের ডানদিকে একটি বাটন রাখা হয়েছে। রেডমি ফিট অ্যাপের মাধ্যমে ডায়ালে ১২০ টির বেশি ওয়াচ ফেস সিলেক্ট করা যাবে। রেডমি ওয়াচে থাকবে সাইক্লিং, দৌড়ানো, সাঁতার কাটার মতো সাতটি স্পোর্টস মোড। এই স্মার্টওয়াচে ২৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা ফুল চার্জ হতে ২ ঘন্টা সময় নেয়। সাধারণ ব্যবহারে এটি ৭ দিন  ও পাওয়ার সেভিং মোড অন করে ১২ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

কানেক্টিভিটির জন্য Redmi Watch এ রয়েছে ব্লুটুথ ৫.০। যেটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) দু’ধরনের ডিভাইসের সাথেই স্মার্টওয়াচটি কানেক্ট করা যাবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ডিভাইসের অপারেটিং সিস্টেমের ভার্সন যেন অ্যান্ড্রয়েড ৫.০ (ললিপপ) এবং আইওএস ১০.০-এর ওপরে হয়। ৩৫ গ্রাম ওজনের এই ওয়াচে 5ATM রেটিং আছে। ফলে ৫০ মিটার পর্যন্ত জলের গভীরতায় অক্ষত অবস্থায় এটি ঠিকঠাক কাজ করতে সক্ষম। রেডমি ওয়াচ এনএফসি (NFC) ফিচারের সাথে এসেছে।