Android ফোন ব্যবহারকারীরা জন্য বড় সুখবর শোনাল Google, আসছে Apple-র ফিচার
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যকে আরো অনেক বেশি সুরক্ষিত রাখতে অভিনব সিদ্ধান্ত গ্রহণ করল গুগল (Google)। এর ফলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের কোটি কোটি সদস্য অনাবশ্যক ক্রস-সাইট এবং অ্যাপ্লিকেশন ট্র্যাকিংয়ের হাত থেকে রেহাই পাবেন। উল্লেখ্য, মার্কিন মুলুকের জনপ্রিয় সংস্থা Apple, আইফোন ব্যবহারকারীদের জন্য কিছুদিন আগেই সমধর্মী একটি ফিচার লঞ্চ করে। তারপর এবার টেক জায়ান্ট Google একই পথে হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপনদাতাদের বাড়বাড়ন্ত রোধ করবে Google -এর Privacy Sandbox
নিজেদের ব্লগ পোস্টে গুগল তাদের নতুন এবং বহু-বাৎসরিক 'Privacy Sandbox' প্রকল্পের কথা জানিয়েছে। অ্যান্ড্রয়েড সদস্যদের প্রাইভেসি রক্ষায় নিয়োজিত এই প্রকল্প ইন্টারনেট ব্যবহারের সময় বিজ্ঞাপনদাতাদের বাড়বাড়ন্তকে রোধ করবে। এর ফলে তারা বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন মারফত ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা সংগ্রহ করতে পারবে না যা অ্যান্ড্রয়েড সদস্যদের পক্ষে খুবই স্বস্তির বিষয়।
Facebook সহ একাধিক সংস্থার আয় কমাচ্ছে Apple -এর ATT ফ্রেমওয়ার্ক
পূর্বেই উল্লেখ করেছি যে কিছুদিন আগে অ্যাপলের পক্ষ থেকেও আইওএস (iOS) ইউজারদের জন্য সমধর্মী একটি ফিচার রোল-আউট করা হয়। আইওএস ১৪.৫ ভার্সনের ক্ষেত্রে আগত এই ফিচার অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি বা এটিটি (ATT) ফ্রেমওয়ার্ক নামের সাথে সামনে আসে। এটি আইফোন বা আইপ্যাডে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় ইউজারকে বিশেষ Permission বা অনুমতি প্রদানের জন্য অনুরোধ করে। আইওএস সদস্যদের প্রাইভেসি সুরক্ষা বাড়ানোর জন্য আগমন ঘটলেও এই ফিচার Facebook, Twitter, Youtube সহ আরো একাধিক প্ল্যাটফর্মের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
যেমন ফেসবুকের মাতৃসমা সংস্থা Meta তো প্রকাশ্যেই অ্যাপলের নতুন ফিচারের জন্য তাদের বিপুল ক্ষতির কথা স্বীকার করে নিয়েছে। ইউজারদের ডেটা সংগ্রহে বাধা দেওয়ায় এক্ষেত্রে তাদের সামনে কোনো বিজ্ঞাপন পরিবেশন করা যাচ্ছেনা যা ফেসবুকের মুনাফা ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালে ফেসবুকের প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির কারণ এই আলোচ্য ফিচার, ২০২২ সালেও সংস্থার ঘাটতি বাড়াতে পারে বলে মেটার দাবী।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ব্যবহারকারীদের প্রাইভেসি সুরক্ষিত রাখতে গুগলের আসন্ন ফিচার অ্যাপলের তুলনায় অনেকটাই আলাদা হবে। এর মাধ্যমে আগামীদিনে তারা পূর্বাপেক্ষা অনেক ভালোভাবে বিজ্ঞাপনদাতাদের প্রয়োজন পূরণ করতে পারবে বলে Google জানিয়েছে। তবে বিভিন্ন তৃতীয় পক্ষের সাথে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়ের ক্ষেত্রে তারা যে কোনওরকম আপোস করবেনা, ব্লগ পোস্টের মাধ্যমে সেটাও গুগল স্পষ্ট করেছে।