লকডাউনে পর্ন সাইটে ভিড় বাড়াচ্ছে মানুষ, একের পর এক হ্যাক হচ্ছে ফোন

By :  techgup
Update: 2020-06-21 06:25 GMT

স্মার্টফোনে যারা পর্ন দেখেন তাদের হ্যাক করা হ্যাকারদের পক্ষে সবথেকে সুবিধাজনক। গতবছর মোবাইল পর্ন সম্পর্কিত সাইবার অ্যাটাকের সংখ্যা ২০১৮-র দ্বিগুণ হয়ে গিয়েছিল। হ্যাকাররা এই সমস্ত ব্যবহারকারীদের সঙ্গে জালিয়াতি করার জন্য জনপ্রিয় পর্ন সম্পর্কিত ট্যাগগুলি ব্যবহার করেছিল। শনিবার সামনে আসা একটি রিপোর্টে আরও জানা গিয়েছে যে, ২০১৯-এ মোবাইল পর্ন এবং সেই সম্পর্কিত হ্যাকিংয়ের শিকার হওয়া ব্যবহারকারীর সংখ্যা ৪২,৯৭৩, যে সংখ্যা ২০১৮-তে কেবলমাত্র ১৯,৬৯৯ ছিল।

তবে কম্পিউটারে পর্ন সাইবার অ্যাটাক বেশ কিছুটা কম রয়েছে। জনপ্রিয় অ্যান্টিভাইরাস কোম্পানি কাস্পারস্কাই এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, পার্সোনাল কম্পিউটারে পর্ণ সাইবার অ্যাটাক এর ঘটনা ৪০% কমে গিয়েছে আগের থেকে।। রিসার্চ ফার্ম জানিয়েছে যে, কম্পিউটার সিস্টেমে ভাইরাস পৌঁছানোর জন্য অ্যাডাল্ট কনটেন্ট বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে।

লকডাউন এর কারণে এবছর পর্ন ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। এর ফলেই এই ধরনের সাইবার অ্যাটাক এর ঘটনা এ বছর অনেকটা বেড়ে গেছে।। ভিজিটরের সংখ্যা বেড়ে যাওয়ায় এই বিষয়টির সুবিধা নিয়ে হ্যাকাররা এই ওয়েবসাইট ব্যবহারকারীদের ঠকাচ্ছে। শুধু তাই নয় রিসার্চাররা এমন কিছু ফাইল খুঁজে পেয়েছে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বানানো হয়েছে। এই ফাইলগুলি অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাডাল্ট কনটেন্টের সঙ্গে জড়িত ইনস্টলেশন প্যাকেজ হিসেবে ব্যবহারকারীদের কাছে পাঠানো হয়।

এই ধরনের প্যাকেজ ফোনে ইন্সটল হয়ে গেলে হ্যাকাররা ওই ব্যবহারকারীর ফোনের ডেটাবেস অ্যাক্সেস করতে পারেন। এছাড়া হ্যাকাররা আপনার ফোনের ডেটাবেস হ্যাক করার জন্য জনপ্রিয় পর্ন প্যাগ ব্যবহার করে। এখনো অবধি ২০০টি জনপ্রিয় পর্ন ট্যাগ ব্যবহার করা হয়েছে। তবে সমস্ত ট্যাগ ব্যবহার করা হয়নি। সাইবার হ্যাকাররা জানিয়েছেন যে, প্রতিদিন মানুষ মোবাইলের প্রতি আরো বেশি নির্ভর হয়ে পড়ছেন। সেই কারণে সাইবার হ্যাকাররা এখন কম্পিউটার বা অন্যান্য ডিভাইস ছেড়ে মোবাইল হ্যাক করতে বেশি আগ্রহী। দেখা গেছে পার্সোনাল কম্পিউটারে ভাইরাস ডিস্ট্রিবিউশনের পরিমাণ কমে গিয়ে মোবাইলে ভাইরাস ডিস্ট্রিবিউশন অনেক বেড়ে গিয়েছে।

Tags:    

Similar News