Mahindra গোষ্ঠী তৈরি করছে Hero Electric-এর ব্যাটারিচালিত স্কুটার, ছবি প্রকাশ
বছর শুরু হতেই দেশের বৃহত্তম ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী Hero Electric অপর দেশীয় সংস্থা Mahindra গোষ্ঠীর সাথে কৌশলগত অংশীদারিত্বে যাওয়ার কথা ঘোষণা করেছিল। চুক্তি অনুযায়ী, বরাত নিয়ে Hero Electric-এর ব্যাটারিচালিত স্কুটার তৈরি করবে Mahindra৷ এছাড়াও চুক্তিতে রয়েছে Hero-র বৈদ্যুতিক স্কুটারের উৎপাদন বাড়াতে Mahindra-র মধ্যপ্রদেশের পিথামপুর কারখানাটি ভাড়া দেওয়া হবে। সেই অনুযায়ী Mahindra-র কারখানায় Hero Electric-এর স্কুটার উৎপাদনের কাজ শুরু হল।
মাহিন্দ্রা-র পিথামপুরের কারখানাটিতে Hero Nyx ও Optima ইলেকট্রিক স্কুটার দুটি উৎপাদন করা হচ্ছে। সেখানে আবার ক্লাসিক লেজেন্ড (Classic Legends)-এর জাওয়া (Jawa) এবং ইয়েজদি (Yezdi)-র বাইক তৈরি হয়। উল্লেখ্য, হিরো ইলেকট্রিক (Hero Electric) ও মাহিন্দ্রা (Mahindra) গোষ্ঠীর এই অংশীদারিত্বের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
বর্তমানে অপটিমা, নিক্স এবং ফোটোন - এই তিনটি উচ্চগতির ইলেকট্রিক স্কুটারের মডেল বিক্রি করছে হিরো। যার মধ্যে অপটিমা, নিক্স সিঙ্গেল এবং ডুয়েল ব্যাটারি ভার্সনে উপলব্ধ। জানুয়ারিতে ৭,৭৬৩টি ইলেকট্রিক টু-হুইলার বিক্রির মাধ্যমে দেশের মধ্যে শীর্ষস্থানটি ধরে রেখেছে হিরো ইলেকট্রিক।
অন্যদিকে আগামী পাঁচ বছরের মধ্যে হিরো ইলেকট্রিক ও মাহিন্দ্রা গোষ্ঠীর অংশিদারিত্বের মূল্য ১৪০-১৫০ কোটি টাকায় পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। সংস্থা দুটি নিজেদের প্ল্যাটফর্ম ভাগাভাগির মাধ্যমে ভবিষ্যতের প্রোডাক্টগুলি যৌথভাবে বাজারে নিয়ে আসবে। এতে পিয়োজো স্কুটারটির বিদ্যুতায়নের কাজের গতি ত্বরান্বিত হবে Mahindra-র জন্য। অন্যদিকে মাহিন্দ্রার কারখানা ব্যবহার করে নিজেদের উৎপাদন বাড়িয়ে নেবে Hero Electric।