ফের ভারত সেরা Hero, দীর্ঘদিনের সঙ্গী Honda-কে হারিয়ে শীর্ষস্থান দখল করল

By :  SUMAN
Update: 2022-11-02 14:54 GMT

অক্টোবরে যানবাহনের বিক্রি সকল সংস্থার জন্যই খুশির বার্তা বয়ে এনেছে। হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর ক্ষেত্রেও যার অন্যথা হয়নি। গত মাসে ব্যাপক বেচাকেনার ফলে সংস্থাটি আরও একবার প্রধান প্রতিপক্ষ হোন্ডা (Honda)-কে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করার কথা ঘোষণা করেছে। এ বছর অক্টোবরে হিরো মোট ৪,৫৪,৫৮২টি স্কুটার এবং মোটরসাইকেল বিক্রি করেছে।

উৎসবের মরসুমে টু-হুইলারের ব্যাপক চাহিদা অক্টোবরের বিক্রিতে জোয়ার আনতে সহায়তা করেছে বলে উল্লেখ করেছে হিরো মোটোকর্প। ফলে সেপ্টেম্বরের চাইতে গেল মাসে বিক্রিতে বৃদ্ধি ঘটেছে। যদিও আগের বছরের একই সময়ের চাইতে গত মাসে বিক্রিতে সামান্য ভাটা নজরে পড়েছে। একটি প্রেস বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, “দশেরা এবং দীপাবলির কারণে এ বছর অক্টোবরে বিক্রিতে এত বাড়বাড়ন্ত।”

আবার এ বছর অক্টোবরে বিক্রি কমার প্রসঙ্গে সংস্থার সাফাই, “আগের বছরের সাথে এ বছরের তুলনা হয় না। কারণ সাধারণত অক্টোবর ও নভেম্বর জুড়ে উৎসব চলে। যেখানে এবছর অক্টোবরেই সব মিটে গিয়েছে।” এ বছর ৩২ দিনের উৎসবের মরসুমে টু হুইলারের বিক্রি ২০ শতাংশ বৃদ্ধি ঘটেছিল। হোন্ডা মোটরসাইকেল ঘোষণা করেছে গত মাসে তাদের বেচাকেনার পরিমাণ ৪,৪৯,৩৯১ ইউনিট। ফলে বোঝাই যাচ্ছে হিরো এক্ষেত্রে এগিয়ে রয়েছে।

প্রসঙ্গত, এ বছর সেপ্টেম্বরে হিরো মোটোকর্পকে টেক্কা দিয়ে এগিয়ে ছিল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই। ভারত সরকারের বাহন পোর্টাল অনুযায়ী পুরো দেশ জুড়ে ২.৮৫ লাখের বেশি টু-হুইলার নথিভুক্ত হয়েছিল হোন্ডার। যেখানে হিরো বিক্রি করেছিল ২.৫১ লক্ষ ইউনিট।

Tags:    

Similar News