Honor X30 প্রথম Snapdragon 695 প্রসেসরের ফোন হিসেবে ১৬ ডিসেম্বর লঞ্চ হচ্ছে

By :  techgup
Update: 2021-12-07 05:28 GMT

চলতি বছরের অক্টোবরে চীনের বাজারে লঞ্চ হয় Honor X30 সিরিজের দুটি স্মার্টফোন - Honor X30 Max ও Honor X30i। এবার Honor- এর তরফ থেকে এই সিরিজের বেস মডেল অর্থাৎ Honor X30 লঞ্চের তারিখটি ঘোষণা করা হল। ১৬ ডিসেম্বর কোম্পানি একটি লঞ্চ কনফারেন্সের আয়োজন করবে। সেই কনফারেন্সেই Honor X30 -এর ওপর থেকে পর্দা সরানো হবে বলে জানা গেছে। আসন্ন এই স্মার্টফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর।

Honor X30 ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হল

চীনা সংস্থা অনরের সিএমও জিয়াং হেরং (Jiang Hairong) অনর এক্স৩০ ফোনের লঞ্চের দিনটি ঘোষণা করেন। তিনি জানান, ২০১৩ সালের ১৬ ডিসেম্বর মিড-রেঞ্জ স্মার্টফোন অনর ৩এক্স লঞ্চ হয়েছিল। বর্তমানে সারা বিশ্ব জুড়ে অনরের 'X' সিরিজের প্রায় ৯ কোটি গ্রাহক রয়েছে। এমনকি লঞ্চ হওয়ার আট বছর পরেও অনর ৩এক্স - এর এখনও ৪০,০০০ হাজারেরও বেশি গ্রাহক রয়েছেন। তাই কোম্পানির অন্যতম সফল এই স্মার্টফোনটির অষ্টম বার্ষিকীর দিনটিকেই বেছে নেওয়া হয়েছে অনর এক্স৩০ স্মার্টফোনটি লঞ্চের দিন হিসেবে।

অনর এক্স৩০- এর সম্ভাব্য স্পেসিফিকেশন ( Honor X30 Expected Specifications)

চীনা মোবাইল সংস্থাটি অনর এক্স৩০ ফোনটির লঞ্চের দিন ঘোষণা করলেও, এর ফিচার বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অনর এক্স৩০ ফোনটিতে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৯৫। তথ্যটি যদি সঠিক হয় তাহলে অনর এক্স৩০ এই প্রসেসর যুক্ত প্রথম ফোন হিসেবে বাজারে আসবে। প্রসঙ্গত, স্ন্যাপড্রাগন ৬৯৫ হল স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের আপডেটেড ভার্সন। স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেটটি ৬ এনএম ( ন্যানোমিটার) প্রসেসে নির্মিত। এটিতে রয়েছে কিরো ৬৬০ (Kryo 660) সিপিইউ ও অ্যাড্রেনো ৬১৯ (Adreno 619) জিপিইউ। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, নতুন এই প্রসেসরের সিপিইউ পারফরম্যান্স আগের ভার্সনের চেয়ে ১৫ শতাংশ উন্নত হয়েছে ও জিপিইউ পারফরম্যান্স ৩০ শতাংশ বেড়েছে। এই প্রসেসরে সাব-৬ গিগাহার্টজ ও এমএমওয়েভ ৫ জি নেটওয়ার্ক দুটিই সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Honor X30 ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা ইউনিট। ক্যামেরা গুলি হল - ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। ফোনের ডিসপ্লের পাঞ্চ হোলের ভিতর এম্বেড করা ফ্রন্ট ক্যামেরাটির রেজোলিউশন যদিও এখনও প্রকাশ্যে আসেনি।
আশা করা হচ্ছে, লঞ্চের আগে কোম্পানি Honor X30 ফোনের টিজার পোস্টার ও স্পেসিফিকেশন সহ বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনবে।

Tags:    

Similar News