রিপাবলিক ডে ২০২১: কিভাবে হোয়াটসঅ্যাপে প্রজাতন্ত্র দিবসের স্টিকার পাঠাবেন

Update: 2021-01-25 17:34 GMT

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! রাত পোহালেই ক্যালেন্ডারের পাতায় উপস্থিত হবে ২৬শে জানুয়ারি অর্থাৎ আপামর দেশবাসীর জন্য প্রজাতন্ত্র দিবস (Republic Day)। স্বাভাবিকভাবেই রাত ১২টা বাজার সাথে সাথেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় শুরু হবে। সেক্ষেত্রে আপনিও যদি পরিবার-পরিজন বা বন্ধুদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর কথা ভাবছেন, তাহলে নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ স্টিকারের (WhatsApp Sticker) মাধ্যমে আপনি খুব সহজেই মনের ভাব প্রকাশ করতে পারবেন।

যদিও এই মুহূর্তে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে প্রজাতন্ত্র দিবসের জন্য কোনো বিশেষ স্টিকার প্যাক উপলব্ধ নেই। কিন্তু তাতে মুষড়ে পড়ার প্রয়োজন নেই! কারণ কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করলেই আপনি প্রজাতন্ত্র দিবসের জন্য হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড এবং শেয়ার করতে পারবেন।

এর জন্য অ্যান্ড্রয়েড ইউজারদের যা করতে হবে তা হল

১. প্রথমে গুগল প্লে স্টোর খুলুন এবং 'রিপাবলিক ডে হোয়াটসঅ্যাপ স্টিকার' লিখে সার্চ করুন।
২. ইচ্ছেমত একটি অ্যাপ ডাউনলোড করুন এবং পছন্দের যেকোনো স্টিকার প্যাকটি ডাউনলোড করুন।
৩. এরপর 'অ্যাড টু হোয়াটসঅ্যাপ' বাটনে ক্লিক করুন।
৪. কনফারমেশন পপআপ থেকে ফের একবার 'অ্যাড' বাটনে ক্লিক করুন।
৫. স্টিকার প্যাক অ্যাড করার পর হোয়াটসঅ্যাপে যান এবং যেকোনো একটি চ্যাট উইন্ডো খুলুন।
৬. এরপর স্টিকার সেকশনে যান এবং স্টিকার প্যাকগুলি নেভিগেট করুন। এরপর ইচ্ছেমত স্টিকারে ক্লিক করে সেটি শেয়ার করুন।

জানিয়ে রাখি, এই ফিচারটি কেবল অ্যান্ড্রয়েড স্মার্টফোনে উপলভ্য, আইওএসের জন্য এমন কোনো সুবিধা নেই। তবে আইওএস ইউজাররা, তাদের অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী বন্ধুদের কাছ থেকে বা এই ধরণের স্টিকার সংগ্রহ করে সেভ করে রাখতে পারেন।

Tags:    

Similar News