বাড়িতে ফেলে গেছেন আধার কার্ড? ফোন থাকলেই মিটে যাবে কাজ

By :  techgup
Update: 2020-06-26 06:11 GMT

সাধারণ জনগণকে সর্বোচ্চ পরিষেবা দেওয়ার জন্য, আধার কার্ড সরবরাহকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) কিছুদিন আগে বিভিন্ন নতুন ফিচারের সাথে mAadhaar অ্যাপকে নিয়ে এসেছে। দৈনন্দিন জীবনে সবার হাতেই স্মার্টফোন থাকে। আর সেই স্মার্টফোনেই আপনার প্রয়োজনীয় আধার কার্ড টিকে এবার রাখতে পারবেন।

এমআধার অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ। এই অ্যাপের মাধ্যমে অফলাইন ইকেওয়াইসি, কিউআর কোডের মাধ্যমে আধার কার্ড শেয়ার, ঠিকানা পরিবর্তন প্রভৃতি কাজ করতে পারবেন।
এছাড়াও আপনি যদি বাইরে কোথাও যান এবং আপনার ফোনে mAadhaar অ্যাপ রয়েছে, তাহলে আধারের কার্ডের ফিজিক্যাল কপি বহন করার দরকার নেই। আপনি এই অ্যাপের মাধ্যমে আধারের যাবতীয় কাজ করতে পারবেন।

আসুন জেনে নেই ফোনে এমআধার অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে একে সবজায়গায় ব্যবহার করবেন।
সবার প্রথমে mAadhaar অ্যাপকে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।
এবার অ্যাপটি ওপেন করে ‘Download Aaadhaar’ অপশনে ক্লিক করুন।
এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন – আধার নম্বর, ভার্চুয়াল আইডি, এনরোলমেন্ট আইডি নম্বর। এখানে আপনি আপনার পছন্দের বিকল্পটি বেছে নিন এবং সিকিউরিটি ক্যাপচা ও রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করুন।

এবার আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাবেন।
ওটিপি সাবমিট করার পর আধার ফাইল ডাউনলোড হয়ে যাবে।
এরপর থেকে আপনি যেসমস্ত জায়গায় আধার কার্ড ব্যবহার করতেন, সেইসমস্ত জায়গায় এমআধার অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

Tags:    

Similar News