ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে পড়বেন

By :  techgup
Update: 2020-06-18 16:25 GMT

বলতে দ্বিধা নেই যে WhatsApp হল এইমুহূর্তে বিশ্বের সেরা মেসেজিং অ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপ ব্যবহারকারীদের পাঠানো মেসেজ ডিলিট করার সুবিধা দেয়। মেসেজ ডিলিট করলে অন্যজন ও সেই মেসেজ দেখতে পারেনা। তবে একটি ট্রিক শিখে নিলে আপনি ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে পারবেন। আসুন জেনে নিই কিভাবে WhatsApp এ মেসেজ ডিলিট করলেও পড়া সম্ভব।

এরজন্য আপনাকে WhatsRemoved+ অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে হবে।

এরপর অ্যাপিটিকে কিছু পারমিশন দিয়ে ইনস্টল করতে হবে।

এবার অ্যাপটি আপনার কাছে জানতে চাইবে কোন অ্যাপের ডিলিট মেসেজ আপনি পড়তে চান।

আপনার এখানে WhatsApp নির্বাচন করতে হবে।

এবার আপনাকে Yes ট্যাপে ক্লিক করতে হবে এবং Save Files এলাউ করতে হবে।

এবার আপনি হোয়াটসঅ্যাপে আসা সমস্ত মেসেজ WhatsRemoved+ অ্যাপে দেখতে পাবেন।

এখানে ডিলিট করা মেসেজ ও দেখতে পাবেন।

Tags:    

Similar News