আধার কার্ড হারিয়ে গেছে? মনে নেই EID বা UID নম্বর? এভাবে ডাউনলোড করুন

By :  techgup
Update: 2021-08-29 06:44 GMT

ভারতীয় নাগরিকদের কাছে বর্তমান সময়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল আধার কার্ড (Aadhaar Card)৷ স্কুলে ভর্তি থেকে শুরু করে, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সবক্ষেত্রেই আধার কার্ড কাজে লাগে। তাই এহেন প্রয়োজনীয় পরিচয়পত্রটি যদি হারিয়ে যায় তাহলে যথেষ্ট মুশকিলে পড়তে হয় আমাদের। যদিও এনরোলমেন্ট নম্বর (EID) বা আধার নম্বর (UID) মনে থাকলে আপনি আধার কার্ড রিপ্রিন্ট করতে পারেন। কিন্তু যদি এই দুটি নম্বরও আপনি ভুলে যান? তাহলেও আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেননা আজ আমরা আপনাদের UID বা EID নম্বর পুনরুদ্ধার করার কয়েকটি উপায় এই প্রতিবেদনে জানাবো।

আধার ওয়েবসাইট থেকে এনরোলমেন্ট নম্বর (EID) বা আধার নম্বর (UID) পুনরুদ্ধার করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন

১. প্রথমেই অফিসিয়াল আধার ওয়েবসাইটে (https://uidai.gov.in) চলে যান।

২. এরপর, 'My Aadhaar' অপশনে ক্লিক করুন।

৩. এবার, 'Retrieve Lost EID/UID' বা 'Forgotten EID/UID' বিকল্পকে নির্বাচন করুন।

৪. এখন, আপনি স্ক্রিনে, 'Retrieve Aadhaar Number' (UID) এবং 'Retrieve Aadhaar Enrolment Number' (EID) -এই দুটি বিকল্প দেখতে পাবেন। যে কোনো একটি বিকল্পকে বেছে নিন।

৫. নতুন একটি পেজ ওপেন হবে এবার। এখানে আপনাকে নিজের নাম, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি সহ অন্যান্য তথ্য এন্টার করতে হবে। শেষে একটি ক্যাপচা কোড থাকবে। সেটিকে সঠিক ভাবে লিখুন।

৬. সব তথ্য দেওয়া হয়ে গেলে, 'Send OTP' অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ছয়-সংখ্যার বা আট-সংখ্যার একটি OTP পাঠানো হবে। সেটিকে ওয়েবসাইটে এন্টার করুন।

৭. পরিশেষে, 'Login' বাটনে ক্লিক করুন।

এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেই, আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে।

mAadhaar অ্যাপ ব্যবহার করে এনরোলমেন্ট নম্বর (EID) বা আধার নম্বর (UID) পুনরুদ্ধার করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

১. প্রথমেই গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে mAadhaar অ্যাপটি ডাউনলোড করুন।

২. এবার, আপনার মোবাইল নম্বর রেজিস্টার করুন।

৩. এরপর, 'Retrieve EID' বা 'Retrieve UID' অপশনে ট্যাপ করুন।

৪. তারপর, 'Aadhaar Number' বা 'Enrolment Number' বিকল্প বেছে নিন। অ্যাপের তরফ থেকে, আপনার নাম, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডির সহ অন্যান্য তথ্য এন্টার করতে বলা হবে।

৫. এখন স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোডটি লিখুন এবং 'Request OTP' অপশনে ট্যাপ করুন।

৬. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত OTP নম্বরটি এন্টার করুন।

এবার আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর আপনার স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শিত হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News