বাংলা সহ আঞ্চলিক ভাষায় WhatsApp কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsWpp (হোয়াটসঅ্যাপ)-এর বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথা আমাদের কারোরই অজানা নয়। ভারতেই এই প্ল্যাটফর্মটির বিপুল সংখ্যক ইউজারবেস রয়েছে। আর ভারতবর্ষ মানেই "নানা ভাষা, নানা মত, নানা পরিধান"; অর্থাৎ খুব সহজে বললে ভারত এমন একটি দেশ যেখানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে আঞ্চলিক ভাষা (language) পরিবর্তিত হয়। শুধু তাই নয়, একই রাজ্যের মধ্যে বিভিন্ন জেলাতেও একাধিক ভাষাভাষী মানুষের উপস্থিতি প্রত্যক্ষ করা যায়। তাই এই দেশে আরও বিপুল হারে প্ল্যাটফর্মটির ইউজারবেস বাড়াতে এখন বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় WhatsApp ব্যবহার করা যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে হিন্দি, তামিল, গুজরাতি, কন্নড়, বাংলা সহ আরও বেশ কিছু ভাষা।
আপাতত হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তনের দুটি উপায় রয়েছে - প্রথমটি হল পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করে এবং দ্বিতীয়টি কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে। তাই বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের ক্ষেত্রে কীভাবে হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করবেন তা নীচে উল্লেখ করা হল।
প্রথম পদ্ধতি: পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করে
হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনের ডিফল্ট ভাষার সাথে খাপ খেয়ে যায়। সুতরাং, আপনি যদি ফোনের ভাষা হিন্দি, বাংলা, তামিল বা অন্য কোনো ভাষায় পরিবর্তন করেন, তবে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেই ভাষায় আপনার সামনে উপস্থিত হবে।
Android ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ভাষা পরিবর্তনের পদ্ধতি
১. Settings ওপেন করুন→ System → Language & input → Languages
২. Add a language-এ ট্যাপ করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।
iPhone-ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ভাষা পরিবর্তনের পদ্ধতি
১. iPhone Settings-এ যান →General → Language & Region → iPhone Language
২. পছন্দসই ভাষাটি চয়ন করুন এবং Change to (language)-এ ট্যাপ করুন।
KaiOS চালিত ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ভাষা পরিবর্তনের পদ্ধতি
১. Settings-এ যান→সাইডে স্ক্রোল করে Personalisation বেছে নিন → নীচে স্ক্রোল করুন এবং Language চয়ন করুন
২. আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এবং Ok প্রেস করুন।
দ্বিতীয় পদ্ধতি: কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে
১. WhatsApp Settings ওপেন করুন।
২. Chats-এ ট্যাপ করুন→ App Language
৩. পছন্দসই ভাষা সিলেক্ট করুন।