শীঘ্রই বাজারে আসতে পারে HTC TWS1 ট্রু ওয়্যারলেস ইয়ারবাড

By :  techgup
Update: 2020-11-28 08:33 GMT

স্মার্টফোন নির্মাতারা এখন আগের মতো শুধুমাত্র ফোন লঞ্চ করেই হাত গুটিয়ে বসে থাকে না। গ্রাহকদের কাছে আরও বিকল্প পৌছে দিতে এবং মার্কেটে নিজেদের স্থান পোক্ত করতে ফোনের পাশাপাশি তারা নিয়ে আসছে পাওয়ারব্যাঙ্ক, হেডফোন থেকে আরম্ভ করে নানা ডিভাইস। সেই পথ অনুসরণ করে তাইওয়ানীজ ব্রান্ড HTC-ও তার প্রোডাক্ট পোর্টফোলিও সম্প্রসারিত করতে ট্রু ওয়্যারলেস ইয়ারবাড (TWS) এর ওপর কাজ শুরু করলো।

এইচটিসির এই TWS ইয়ারবাডকে তাইওয়ানের NCC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ন্যাশনাল সার্টিফিকেশন কর্পোরেশন বা এনসিসি থেকে TWS1 মডেল নম্বর (অফিসিয়াল নাম নয়)-এর এই ইয়ারবাডের কালার অপশান সহ ব্যাটারি স্পেসিফিকেশন সামনে এসেছে।

NCC লিস্টিং থেকে জানা গেছে, HTC এর এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের চার্জিং কেসের ব্যাটারি ক্যাপাসিটি হবে ৪০০ এমএএইচ এবং প্রতিটি ইয়ারবাডে থাকবে ৪০ এমএএইচ করে ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে এটি চার্জ দেওয়া যাবে। NCC লিস্টিং দেখে বলা যায়, এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রাখা হয় নি।

ছবি দেখে স্পষ্ট, এটি ব্ল্যাক ও হোয়াইট কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে৷ এতে ম্যাট ফিনিশ থাকবে বলে মনে হচ্ছে। এছাড়া এই ইয়ারবাড সর্ম্পকে আর কোনো তথ্য পাওয়া যায় নি। এর লঞ্চ ডেট বা সম্ভাব্য ফিচার-দাম এগুলি বলার সময়ও এখন আসেনি। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে HTC U Ear নামে একটি ব্লুটুথ হেডসেটকে NCC তে স্পট করা হয়েছিল। এর ডিজাইন ছিল অনেকটা অ্যাপেলের AirPods-এর মতো। সেটি অবশ্য বাজারের মুখ দেখেনি। এখন দেখার বিষয়, HTC এই TWS1 মডেল নম্বরযুক্ত ট্রু ওয়্যারলেস ইয়ারবাডকেকবে বাজারে আনে।

Tags:    

Similar News