ভারতে তৈরি Royal Enfield Super Meteor 650 দ্বিগুণ দামে ব্রিটেনে লঞ্চ হল

By :  SUMAN
Update: 2023-02-08 14:52 GMT

ভারতের পর এবার জন্মভিটে ব্রিটেনে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ক্রুজার মোটরসাইকেল Super Meteor 650। তবে দুই দেশের মধ্যে দামের বিস্তর ফারাক রয়েছে। মেড-ইন-ইন্ডিয়া বাইকটির দাম সেদেশে ৬,৭৯৯ পাউন্ড থেকে শুরু। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৬.৭৫ লক্ষ টাকা। যেখানে এদেশে Royal Enfield Super Meteor 650-র মূল্য ৩.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Royal Enfield Super Meteor 650 দাম

রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর ৬৫০ তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – অ্যাস্ট্রাল, ইন্ডাস্টিলার এবং সেলেস্টিয়াল। ব্রিটেনের বাজারে এদের দাম যথাক্রমে ৬,৭৯৯ পাউন্ড, ৬,৯৯৯ পাউন্ড এবং ৭,২৯৯ পাউন্ড রাখা হয়েছে। ভারতীয় অর্থে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬.৭৫ লক্ষ টাকা, ৬.৯৫ লক্ষ টাকা ও ৭.২৫ লক্ষ টাকা। আবার এ দেশে বাইকটির ওই তিনটি মডে কিনতে খরচ পড়ে যথাক্রমে ৩.৪৯ লক্ষ টাকা, ৩.৬৪ লক্ষ টাকা ও ৩.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Royal Enfield Super Meteor 650 ইঞ্জিন এবং গিয়ারবক্স

রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি ক্রুজার বাইকটিতে শক্তি জগতে দেওয়া হয়েছে একটি ৬৫০ সিসি এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। এর সাথে সংযুক্ত ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এই একই ইঞ্জিন Interceptor 650 ও Continental GT 650-তেও উপস্থিত।

Royal Enfield Super Meteor 650 হার্ডওয়্যার ও ফিচার্স

Super Meteor 650-এ দেওয়া হয়েছে একটি ৪৩ ইঞ্চি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার ডুয়াল শক অ্যাবসর্বার। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে স্ট্যান্ডার্ড ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এর সামনে ও পেছনে এলইডি হেডলাইট ও টেল ল্যাম্প দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ট্রিপার নেভিগেশন সিস্টেম সহ একটি টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

Tags:    

Similar News