India vs South Africa Live: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ টি২০ বিশ্বকাপ ম্যাচ ফ্রি কীভাবে দেখবেন
India vs South Africa T20 World Cup 2022 Live: টি২০ বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় বিকাল ৪:৩০ থেকে অস্ট্রেলিয়ার পার্থে এই ম্যাচ শুরু হবে। গ্রুপ ২ এর এই ম্যাচ জিতলেই ভারত অনেকটাই সেমিফাইনালের দিকে পা বাড়াবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চাইবে আজকের ম্যাচ জিতে গ্রুপের বাকি পাঁচ টিমের থেকে এগিয়ে থাকতে। তবে এই ম্যাচের উপর নজর থাকবে পাকিস্তানেরও। কারণ আজ দক্ষিণ আফ্রিকা জিতে গেলে পাকিস্তানের পক্ষে সেমিফাইনালে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
তাই বিশ্বকাপের মঞ্চে এমন একটা ম্যাচ আপনি নিশ্চয়ই মিস করতে চাইবেন না। সেই কারণে রবিবারের সন্ধ্যা আরও মজাদার করতে আমরা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ টেলিকাস্ট কারা করছে তাদের নাম আপনাকে জানাতে চলেছি। পাশাপাশি বলবো আপনি কীভাবে ফ্রিতে এই ম্যাচ দেখতে পারবেন।
মোবাইলে আমি কীভাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ লাইভ দেখতে পারবো (Where can I watch the live stream of India vs South T20 World Cup in India)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ মোবাইলে লাইভ দেখতে হলে ভারতীয়দের ডিজনি প্লাস হটস্টার (Disney+Hotstar) এর সাবস্ক্রিপশন নিতে হবে। ভারতের বাইরে বিভিন্ন দেশে ফ্যানকোড (Fancode) অ্যাপের মাধ্যমে এই ম্যাচ লাইভ দেখা যাবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ কোন মাঠে খেলা হবে (Where will the India vs South Africa T20 World Cup match be played)
আজকের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের খেলা হবে পার্থের অপটাস স্টেডিয়ামে। এই মাঠে পেস বলাররা অধিক সুবিধা পায়।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ কখন শুরু হবে (What time will the India vs South Africa T20 World Cup match start)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ বিকাল ৪টে বেজে ৩০ মিনিট থেকে শুরু হবে।
কোন টিভি চ্যানেলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখা যাবে (Which TV channels will broadcast India vs South Africa T20 World Cup in India)
আপনি যদি ভারতে থাকেন এবং টিভিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে চান, তাহলে স্টার স্পোর্টস এর বিভিন্ন চ্যানেল নানা ভাষায় দেখতে পারবেন। আর বাংলাদেশে গাজি টিভি, টি স্পোর্টস ও বিটিডি এই ম্যাচের সম্প্রচার করবে।
এছাড়া জানিয়ে রাখি, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ফ্রিতে দেখতে চাইলে আপনাকে ফেসবুকে যেতে হবে এবং IND vs SA Live Match লিখে সার্চ করতে হবে, এখানে বিভিন্ন গ্রুপ লাইভ স্ট্রিম করে থাকে।