Electric Tractor: ভারতের প্রথম ই-ট্রাক্টর পাড়ি দিচ্ছে বিদেশে, উত্তর আমেরিকার বাজার ধরতে চুক্তি করল প্রস্তুতকারী Celestial E-Mobility
কৃষিক্ষেত্র এবং পণ্য পরিবহনে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বিকল্প শক্তি চালিত যানবাহন। পরিবেশবান্ধব আবার রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের খরচ কম হবে এমন যান কৃষিকার্যের পাশাপাশি মালপত্র আনানেওয়ার কাজে লাগাতে পারলে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ২০২০-এর মার্চে তেমনই ভাবনা থেকে ভারতের প্রথম ইলেকট্রিক ট্রাক্টর সামনে এনেছিল হায়দরাবাদের সংস্থা সেলেস্টিয়াল ই-মোবিলিটি (Celestial E-Mobility)। ব্যাটারিচালিত সেই ই-ট্রাক্টর নিয়ে এবার বিদেশের বাজার ধরতে উদ্যোগী হল তারা। মেক্সিকোয় বিদ্যুৎচালিত ট্রাক্টর রপ্তানির জন্য একটি সংস্থার হাত ধরেছে সেলেস্টিয়াল ই-মোবিলিটি।
মেক্সিকোর সংস্থা গ্রুপো মার্ভেলসা (Group Marvelsa)-এর সঙ্গে বিপণণ, বিক্রি, ও বন্টনের চুক্তিতে স্বাক্ষর করেছে তারা। যারা ২৫০০ ডিলারশিপ এবং ৮০০টি অনুমোদিত পরিষেবা কেন্দ্রের মাধ্যমে মেক্সিকোর বাজারে ভারতীয় প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করবে। আগামী তিন বছরে কৃষিপ্রধান দেশটিতে ৪,০০০টি ইলেকট্রিক ট্রাক্টর বিক্রির লক্ষমাত্রা নিয়েছে সেলেস্টিয়াল। উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারতের বাজারে প্রথম বৈদ্যুতিক ট্রাক্টরের ১,৮০০টি বুকিং পেয়েছে তারা।
এই প্রসঙ্গে সেলেস্টিয়াল ই-মোবিলিটি-র-র প্রতিষ্ঠাতা ও সিইও সিদ্ধার্থ দুরাইরাজন (Siddharth Durairajan) বলেন, আমরা মেক্সিকোর উৎপাদন শক্তির সুযোগ-সুবিধা নিয়ে ই-ট্রাক্টর তৈরি এবং স্থানীয় বাজারে বিক্রি করার পাশাপাশি উত্তর-আমেরিকার বাজারে ঘাঁটি গড়ার পথগুলি অন্বেষণ করছি। রপ্তানি ও বিক্রয় ছাড়াও, গ্রুপ মার্ভেলসার সাথে অসাধারণ কৌশলগত এবং আর্ন্তজাতিক বিপণন সমন্বয় খুঁজে পেয়েছি আমরা।"
উল্লেখ্য, ২০১৯-এ সেলেস্টিয়াল ই-মোবিলিটি ই-ট্রাক্টর তৈরির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল। সেই সময় সিঙ্গাপুরের এক অ্যাঞ্জেল ইনভেস্টর সংস্থাটিতে লগ্নি করেছিলেন। পরবর্তীতে মুরুগাপ্পা গোষ্ঠীর অধীনে থাকা টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড ২১.৫ মিলিয়ন ডলার (বর্তমান মূল্যে ১৬০ কোটি) লগ্নির মাধ্যমে সংস্থাটির ৭০ শতাংশ শেয়ার হাতে নেয়।