iPhone 15 সিরিজের ক্যামেরা হার মানাবে অন্য ফোনকে? ১০ গুন জুম করলেও ব্লার হবে না ফটো

Update: 2022-01-07 18:21 GMT

গত সেপ্টেম্বরে লেটেস্ট আইফোন সিরিজ (iPhone 13) লঞ্চ হওয়ার সময় থেকেই iPhone 14 (আইফোন ১৪) লাইনআপ নিয়ে চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে এই সিরিজের ফোনগুলি একাধিক পরিবর্তন সহ আসবে। এই ফোনগুলিও আগামী সেপ্টেম্বরে বাজারে আসতে পারে। তবে আসন্ন এই ডিভাইসগুলি নিয়ে চর্চা ছাড়িয়ে এখন আগামী বছরে লঞ্চ হতে চলা Apple iPhone 15 সিরিজ নিয়ে খবর সামনে এল। শোনা যাচ্ছে এই সিরিজের ফোনে পেরিস্কোপ লেন্স দেখা যাবে। আসুন iPhone 15 সিরিজ নিয়ে কী কী তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

iPhone 15 সিরিজ সম্পর্কে কী জানা গিয়েছে?

অ্যাপল তার ফোন লঞ্চের রীতি বজায় রাখলে বলা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে আইফোন ১৫ সিরিজের মডেলগুলি লঞ্চ হতে পারে। সেক্ষেত্রে, সাম্প্রতিক একটি প্রতিবেদনে বিশ্লেষক জেফ পু বলেছে, আইফোন ১৫ প্রো-এর ক্যামেরায় পেরিস্কোপ সিস্টেম দেওয়া হবে। তার দাবি, এই ফোনের তিনটি ক্যামেরার একটিতে পেরিস্কোপ লেন্স ব্যবহার করা হবে, যা ১০ ​​এক্স অপটিক্যাল জুম (iPhone 13 Pro-এর তুলনায় ৩ গুণ) প্রদান করবে।

উল্লেখ্য, আইফোনের পেরিস্কোপ লেন্সে টেলিফটো লেন্সের পিছনে প্রবেশ করা আলো ক্যামেরার ইমেজ সেন্সরের দিকে রাখা একটি কোণীয় আয়না দ্বারা প্রতিফলিত হবে। এতে ইউজাররা ব্লার সমস্যা ছাড়াই স্পষ্ট ছবি তুলতে পারবেন। এমনিতে পেরিস্কোপ লেন্স সিস্টেম নতুন কিছু নয়। ইতিমধ্যে Samsung Galaxy S21 Ultra এবং Huawei P40 Pro+ অ্যান্ড্রয়েড ফোনে এই পেরিস্কোপ লেন্স দেখা গেছে। তবে অ্যাপল বা আইফোন প্রেমীদের জন্য এই লেন্সের উপস্থিতি বেশ আনন্দকর হবে।

বলে রাখি, এর আগে অ্যাপল অ্যানালিস্ট মিং চি কুও দাবি করেছিলেন যে, আসন্ন iPhone 14 Pro মডেলে পেরিস্কোপ লেন্স অন্তর্ভুক্ত করা হবে। তবে সাম্প্রতিক আপডেট সামনে আসার পর মনে হচ্ছে, বিষয়টি পরখ করতে iPhone 15 সিরিজের লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে পেরিস্কোপ লেন্সের উপস্থিতি ছাড়াও iPhone 15 সিরিজ থেকে পুরোপুরি ফিজিক্যাল সিম কার্ড স্লটও সরিয়ে ফেলা হবে বলে জানা গেছে।

Tags:    

Similar News