সস্তা হওয়া এই 5G সাপোর্ট ফোনের লিমিটেড এডিশন আগামীকাল কেনা যাবে

By :  techgup
Update: 2020-06-10 02:39 GMT

ভিভো-র সাব ব্র্যান্ড iQOO কিছুদিন আগেই তাদের iQOO 3 এর দাম কমিয়েছিল, যার পর থেকে এই 5G সাপোর্টের ফোনটির দাম শুরু হয়েছে ৩১,৯৯০ টাকা। iQOO 3 ভারতে সিলভার ও ব্ল্যাক কালারে এতদিন উপলব্ধ ছিল। তবে কোম্পানি ঘোষণা করেছে যে ১১ জুন থেকে এই ফোনটির অরেঞ্জ কালার ভ্যারিয়েন্ট ও পাওয়া যাবে। কোম্পানি অরেঞ্জ কালার ভ্যারিয়েন্ট কে লিমিটেড এডিশন হিসাবে বাজারে নিয়ে এসেছে।

iQOO তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছে যে, ১১ জুন থেকে iQOO 3 Volcano Orange লিমিটেড এডিশন ভারতীয় বাজারে উপলব্ধ হবে। আপনি ই-কমার্স সাইট Flipkart থেকে এই ফোনটিকে কিনতে পারবেন। এই এডিশনের দাম পড়বে ৩৭,৯৯০ টাকা।

https://twitter.com/IqooInd/status/1270233682721169408

iQOO 3 নতুন দাম :

ভারতে ভিভো আইকিউওও ৩ এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ফোরজি ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৮,৯৯০ টাকা। তবে এখন এই ভ্যারিয়েন্ট ৩৪,৯৯০ টাকায় পাওয়া যাবে। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ফোরজি ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ৪১,৯৯০ টাকার বদলে ৩৭,৯৯০ টাকা। অন্যদিকে ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি 5G ভ্যারিয়েন্টের দাম হয়েছে ৪৬,৯৯০ টাকার পরিবর্তে ৪২,৯৯০ টাকা।

iQOO 3 ফিচার :

এই ফোনে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস + সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রিন রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। টাচ রেসপন্স রেট ১৮০ হার্জ। সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি ২.৮৪ গিগাহার্টজ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সাথে এসেছে। এই ফোন 4G ও 5G ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এখানে কোয়াড রিয়ার ক্যামেরা আছে। যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল এবং ডেপ্থ সেন্সর। আবার ১৩ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর উপলব্ধ। সেলফির জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনে ৫৫ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জারের সাথে ৪,৪৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Tags:    

Similar News