চার্জিং থেকে ক্যামেরা, সব ক্ষেত্রেই চমক, 23 মে লঞ্চ হতে পারে iQOO-র নতুন স্মার্টফোন ও ট্যাব
আইকো সম্প্রতি ভারতে iQOO Neo 7 5G লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ভারতে চীনের উপলব্ধ Neo 7 SE-এর রিব্যাজড সংস্করণ হিসেবে লঞ্চ করা হয়েছিল। চীনে যদিও Neo 7 সিরিজ লঞ্চ হওয়ার পর কয়েক মাস কেটে গেছে। তাই বর্তমানে, কোম্পানি সে দেশে পরবর্তী প্রজন্মের Neo 8 সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে iQOO Neo 8 এবং Neo 8 Pro - এই দুটি প্রিমিয়াম মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর এখন এক টিপস্টার চীনে iQOO Neo 8 সিরিজের লঞ্চের তারিখ প্রকাশ করেছেন। প্রিমিয়াম স্মার্টফোন লাইনআপের পাশাপাশি, আইকো একই তারিখে তাদের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট, iQOO Pad-এর ওপর থেকেও পর্দা সরাবে বলে জানা গেছে। আসুন তাহলে এখনও পর্যন্ত আইকোর নয়া স্মার্টফোন সিরিজ ও ট্যাবলেট সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
iQOO Neo 8 সিরিজ এবং iQOO Pad চলতি মাসেই আসছে বাজারে
টিপস্টার পান্ডা ইজ বল্ড সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন পোস্টার শেয়ার করেছেন, যা আইকো নিও ৮ সিরিজ এবং আইকো প্যাডের লঞ্চের তারিখ প্রকাশ করেছে। এই পোস্টার অনুযায়ী, আইকো আগামী ২৩ মে চীনে ডিভাইসগুলি লঞ্চ করতে পারে৷ তবে, কোম্পানি এসম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি৷ আইকো সম্ভবত আগামী ১০ মে নিও ৮ সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করবে৷ ব্র্যান্ডটি ইতিমধ্যেই প্রকাশ করেছে যে, তাদের আসন্ন প্রিমিয়াম স্মার্টফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসরটি থাকবে, যা কিছু দিন আগে লঞ্চ করা হয়েছে৷ নিও ৮ প্রো সম্ভবত নতুন মিডিয়াটেক ফ্ল্যাগশিপ হবে, যেখানে ভ্যানিলা নিও ৮ ৫জি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের সাথে আসতে পারে।
এদিকে, আইকো নিও ৮ সিরিজের প্রো মডেলটিকে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ চায়না কম্পালসারি (3C) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আবার, এটি ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসর এবং ১৬ জিবি র্যাম সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও তালিকাভুক্ত হয়েছে। ডিভাইসটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ২,০৩৪ এবং ৫,২৪৫ পয়েন্ট স্কোর করেছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। ফোনটি আরেক বেঞ্চমার্কিং ওয়েবসাইট, আনটুটু (AnTuTu)-তে ১.৩ মিলিয়ন বা ১৩ লক্ষেরও বেশি স্কোর করেছে, যা আসুসের আরওজি ফোন ৭-এর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের স্কোরকেও ছাড়িয়ে গেছে।
এছাড়াও জানা গেছে যে, iQOO Neo 8 Pro-তে ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটও সাপোর্ট করবে। ডিভাইসটির পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে সম্ভবত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের ১/১.৫ ইঞ্চির প্রাথমিক ক্যামেরা থাকবে। তবে, অন্য দুটি সেন্সর সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য, Neo 8 Pro-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
আবার, স্ট্যান্ডার্ড iQOO Neo 8 মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ হার্টজ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে এখনও জানা যায়নি।
অন্যদিকে, সম্প্রতি iQOO Pad-এর একটি রেন্ডার ও কিছু মূল স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। চিত্রটি প্রকাশ করেছে যে, ট্যাবলেটটির স্ক্রিনের চারদিকে পুরু বেজেল থাকবে। আর ফ্রন্ট ক্যামেরাটি লম্বা বেজেলে অবস্থান করবে, যা উল্লম্বভাবে ধরে রাখার সময় মূলত ডান দিকে দেখা যাবে। সঠিক স্ক্রিনের আকার অজানা থাকলেও, অনুমান করা হচ্ছে যে iQOO Pad-এর ডিসপ্লেটি প্রায় ১২ ইঞ্চি লম্বা হতে পারে। ডিভাইসটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে।
এর পাশাপাশি জানা গেছে যে, আইকোর আসন্ন ট্যাবলেটটিতে একটি অল-মেটাল ডিজাইন থাকবে। একটি উন্নত মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সের জন্য, এতে একটি কোয়াড-স্পিকার সেটআপ থাকবে। আর রিয়ার শেলে অবস্থিত ছোট বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। দামের ক্ষেত্রে, চীনের বাজারে আসন্ন আইকো ট্যাবলেটটির মূল্য ২,০০০ ইউয়ান থেকে ২,৫০০ ইউয়ান (প্রায় ২৩,৬০০-২৯,৫০০ টাকা)-এর মধ্যে থাকতে পারে। ভারতে লঞ্চ হলে, আশা করা যায় iQOO Pad-এর দাম তুলনামলকভাবে বেশি হবে।