ফের বাজার কাঁপাতে এই মাসে লঞ্চ হচ্ছে Jio-র সস্তা 5G স্মার্টফোন ও JioBook ল্যাপটপ
জিওবুক (JioBook) ল্যাপটপের ওপর রিলায়েন্স (Reliance) যে জোরকদমে কাজ চালাচ্ছে, সে কথা এখন আর গোপন নেই। সিম কার্ড সাপোর্টের সাথে রিলায়েন্সের জিওবুক ল্যাপটপ লঞ্চের পরিকল্পনার কথা সম্প্রতি XDA Developers এর রিপোর্ট মারফত আমরা জানতে পেরেছিলাম। সেখানে জিও-র আপকামিং ল্যাপটপে কেমন স্পেসিফিকেশন ও ফিচার থাকতে পারে তা বিশদে আলোচিত হয়েছিল। যদিও ওই রিপোর্টে ল্যাপটপটি কবে লঞ্চ হতে পারে সেই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা ছিল না। তবে Economic Times এর লেটেস্ট রিপোর্টের মাধ্যমে এবার JioBook ল্যাপটপ সহ কোম্পানির প্রথম ৫জি স্মার্টফোনের সম্ভাব্য লঞ্চ ডেটের ব্যাপারে তথ্য সামনে এল।
বিষয়টি নিয়ে অবগত এমন সূত্র জানিয়েছে, রিলায়েন্স জিও-র ৫জি-রেডি স্মার্টফোনের (Jio 5G Smartphone) ওপর কাজ চলছে, এবং এটি ২০২১-এর দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চের মুখ দেখতে পারে। বলা হচ্ছে, আসন্ন ডিভাইসটির R & D অর্থাৎ রিসার্চ ও ডেভলপমেন্টের প্রক্রিয়া মে-জুনের মাসে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, টেক জায়ান্ট গুগলের সাথে জিও যৌথভাবে ডিভাইসটি বানাচ্ছে। এবছর আগস্ট অথবা সেপ্টেম্বরে আয়োজিত রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা বা AGM (Annual General Meeting)-এ জিও-র প্রথম ৫জি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ওপর থেকে পর্দা উঠতে পারে। যদি আমরা জিও-র ফিচার ফোন বা জিও ফাইবার ব্রডব্যান্ডের কথায় আসি, তাহলে দেখা যাবে, এগুলি কোম্পানির AGM-এ লঞ্চ হয়েছিল। সেক্ষেত্রে উক্ত ইভেন্টেই রিলায়েন্সের ৫জি রেডি স্মার্টফোন লঞ্চ হবে বলে একপ্রকার ধরে নেওয়া যায়।
রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোনটির স্পেসিফিকেশন চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে, জিওর যাবতীয় পরিষেবা ফোনে অর্ন্তভুক্ত করার জন্য যেহেতু গভীর ইন্টিগ্রেশন প্রয়োজন, তাই অপারেটিং সিস্টেমের ওপর এখন আলোচনা চলছে। কোম্পানির একজন কর্তার কথায়, রিলায়েন্স গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক নিজস্ব কাস্টম ভার্সন JioOS বিকাশ করছে। JioOS-এর মাধ্যমে জিওর বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলি আরও অপ্টিমাইজড পারফরম্যান্স অফার করবে বলে তিনি অভিমত প্রকাশ করেছেন। তবে এই মুহুর্তে জিও ব্র্যান্ডেড স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের কোন ভার্সন থাকবে তা নিয়ে রিলায়েন্স ও গুগল আলোচনারত বলে জানা যাচ্ছে। কোম্পানির আরও একজন কর্তা এই প্রসঙ্গে বলেছেন, এন্ট্রি লেভেল স্পেসিফিকেশনের সাথে জিও ৫ জি ফোন অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন অর্থাৎ অ্যান্ড্রয়েড গো (Android Go)-তে চলার সম্ভাবনা রয়েছে।
রিলায়েন্সের ল্যাপটপ অর্থাৎ JioBook সেই AGM-এর মঞ্চেই লঞ্চ হতে পারে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিলে কোয়ালকম টেকনোলজিসের প্রোডাক্ট ম্যানেজমেন্টের সিনিয়র ডাইরেক্টর মিগুয়েল নুনস (Miguel Nunes) ইকোনমিক টাইমসকে বলেছিলেন, তাঁরা সেলুলার কানেক্টিভিটির সঙ্গে ল্যাপটপ লঞ্চ করার জন্য রিলায়েন্স জিওর সাথে কথাবার্তা চালাচ্ছেন। XDA-র রিপোর্টে বলা হয়েছিল, Jio শেষপর্যন্ত কোয়ালকমের হার্ডওয়্যারের ওপর ভিত্তি করেই প্রোডাক্টটি বানাচ্ছে, তবে শুরুতে যে কম্পোনেন্ট বা সফটওয়্যার ব্যবহার পরিকল্পনা জিওর ছিল, সেটা থেকে এখন তারা কিছুটা সরে এসেছে।
XDA-র দেখা ফার্মওয়্যার অনুযায়ী, জিওবুক উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের বদলে গুগলের অ্যান্ড্রয়েডে (Google Android) চলবে। ল্যাপটপটি অবশ্য এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন সহ আসবে বলে রিপোর্টে ইঙ্গিত করা হয়েছিল। জিওবুক ল্যাপটপের অভ্যন্তরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট থাকবে বলে জল্পনা চলছে। ১১ এনএম (অক্টা কোর) এই চিপসেটটি ২০১৯ সালে লঞ্চ হয়েছিল। এতে স্ন্যাপড্রাগন এক্স১২ ৪জি মোডেম রয়েছে। ফলে রিলায়েন্সের ফোর-জি নেটওয়ার্কের মাধ্যমে ল্যাপটপে সেলুলার কানেক্টিভিটি অ্যাক্সেস করা সম্ভব হবে। জিওবুক ল্যাপটপ একাধিক স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে প্রত্যাশা করা যায়।
XDA দ্বারা পর্যালোচিত নথি অনুসারে, গতবছর সেপ্টেম্বর থেকেই JioBook-র ওপর কাজ শুরু হয়েছিল। নথিপত্র থেকে এও জানা গেছে, ল্যাপটপটির জন্য চীনের ব্লু ব্যাঙ্ক কমিউনিকেশন টেকনোলজির (Bluebank Commmunication Technology) সাথে জিও জোট বাঁধছে। এই সংস্থাটি থার্ড পার্টির জন্য মোবাইল ডিভাইস এবং সফটওয়্যার বানিয়ে থাকে।
স্মার্টফোন অথবা ল্যাপটপ, জিও যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর বাজি ধরে এগিয়ে চলেছে তা এখন স্পষ্ট। জিও ফের একবার বাজার তোলপাড় করতে সমর্থ হবে কী-না তা এখন সময়ই বলবে।