মাত্র ৩৮৫ টাকা থেকে শুরু, Jio, Airtel, Vi, BSNL-এর ৮৪ দিনের সেরা প্ল্যানগুলি দেখে নিন

By :  techgup
Update: 2022-01-28 06:13 GMT

একথা আমাদের সকলেরই জানা যে, গত বছরের প্রায় শেষদিকে এসে দেশের তিনটি শীর্ষস্থানীয় প্রাইভেট টেলিকম কোম্পানি Reliance Jio (রিলায়েন্স জিও), Vodafone Idea বা Vi (ভোডাফোন আইডিয়া বা ভিআই) এবং Bharti Airtel (ভারতী এয়ারটেল) তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম ২০% থেকে ২৫% পর্যন্ত ব্যয়বহুল হয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেস্ট সেলিং ত্রৈমাসিক প্ল্যানগুলিও। কোম্পানিগুলি বিভিন্ন মেয়াদের রিচার্জ প্ল্যান অফার করে থাকলেও ৮৪ দিনের প্ল্যানগুলিই ইউজারদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। তাই সেগুলির দাম বাড়ায় অধিকাংশ ইউজারই বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছেন।

তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, দাম বাড়ার পরেও কিন্তু তিনটি সংস্থাই এখনও ৫০০ টাকার কমে ইউজারদের জন্য ৮৪ দিনের প্ল্যান অফার করে থাকে। এই প্ল্যানগুলিতে খুব বেশি পরিমাণে দৈনিক ডেটা ব্যবহারের সুযোগ না থাকলেও ৮৪ দিনের জন্য অফুরন্ত ভয়েস কলিং এবং যথেষ্ট পরিমাণে এসএমএস করার সুবিধা মিলবে। তাই আপনার যদি খুব বেশি দৈনিক ডেটার প্রয়োজন না থাকে, তাহলে অনায়াসে এই প্ল্যানগুলি রিচার্জ করার কথা ভাবতে পারেন। তাহলে চলুন, প্ল্যানগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Jio-র ৩৮৫ টাকার প্ল্যান

রিলায়েন্স জিও-র ৩৮৫ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য মোট ৬ জিবি ডেটা পাওয়া যাবে। সেইসাথে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, এবং ১,০০০ টি আউটগোয়িং মেসেজের সুবিধা। নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel-এর ৪৫৫ টাকার প্ল্যান

ভারতী এয়ারটেলের ৪৫৫ টাকার প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে মোট ৬ জিবি হাইস্পিড ডেটা দেওয়া হয়েছে। এছাড়া, এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৯০০ টি ফ্রি আউটগোয়িং এসএমএস-এর সুবিধা। ডেটা লিমিট শেষ হওয়ার পর, ব্যবহারকারীদের প্রতি এমবি ডেটা ব্যবহারের জন্য ৫০ পয়সা করে অতিরিক্ত চার্জ দিতে হবে। এই প্ল্যানে এক মাসের Amazon Prime Video Mobile Edition-এর ফ্রি সাবস্ক্রিপশনের পাশাপাশি Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

Vodafone Idea-র ৪৫৯ টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ৪৫৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে মোট ৬ জিবি ডেটা দেওয়া হয়েছে। এছাড়াও, এই প্ল্যানে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং ১,০০০ টি এসএমএস-এর সুবিধা। নির্ধারিত ডেটা লিমিট ব্যবহার করা হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস-এ নেমে আসবে।

এ তো গেল বেসরকারি সংস্থাগুলির কথা, তবে এর মাঝে সরকারি মালিকানাধীন কোম্পানিটিকে ভুলে গেলে চলবে কীকরে? হ্যাঁ ঠিকই ধরেছেন, বলছি BSNL (বিএসএনএল)-এর কথা। বেসরকারি সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো সত্ত্বেও BSNL কিন্তু নিজেদের কোনো প্ল্যানের দাম না বাড়িয়ে এখনও ইউজারদের অত্যন্ত সাশ্রয়ী মূল্যের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে চলেছে। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, BSNL-এর ৮৪ দিনের মেয়াদের কোনো প্ল্যান নেই, তবে সংস্থার ৮১ দিনের বৈধতাযুক্ত একটি প্ল্যান রয়েছে যার সাথে উপরিউক্ত প্ল্যানগুলির আকাশ-পাতাল তফাৎ! তাহলে চলুন, BSNL-এর প্ল্যানটির উপরেও একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

BSNL-এর ৪২৯ টাকার প্ল্যান

কোম্পানির ৪২৯ টাকার প্ল্যানটির মেয়াদ ৮১ দিন। এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা, অর্থাৎ মোট ৮১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। সেইসাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধাও মিলবে। নির্ধারিত দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে। এই প্ল্যান রিচার্জ করলে ইউজাররা বিনামূল্যে পেয়ে যাবেন Eros Now সার্ভিস।

Tags:    

Similar News