লঞ্চের আগেই Oppo K11 ফোনের দাম জানিয়ে দিল কোম্পানি, থাকবে ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা

Oppo K11 এর দাম হবে প্রায় ২,০০০ ইউয়ান (আনুমানিক ২২,৯০০ টাকা)

আজই (১৭ জুলাই) ওপ্পোর আসন্ন K-সিরিজের স্মার্টফোন, Oppo K11-কে Qualcomm-এর Snapdragon 782G প্রসেসর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে, যা থেকে এর প্রসেসরের পাশাপাশি র‍্যাম ক্ষমতা এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্যগুলিও সামনে এসেছে। এছাড়াও, ডিভাইসটি এর আগে চীনের টেনা (TENAA) এবং ৩সি (3C) সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছিল, যা এর অনেকগুলি মূল বৈশিষ্ট্য প্রকাশ করে। আর এখন, ওপ্পোর চীনা শাখার প্রেসিডেন্ট স্বয়ং Oppo K11-এর দাম প্রকাশ করেছেন। আসুন জেনে নেওয়া যাক, কত দামে মিলবে ওপ্পোর এই আপকামিং অ্যান্ড্রয়েড ফোনটি।

কোম্পানির প্রেসিডেন্টের বক্তব্যে পাওয়া গেল Oppo K11-এর মূল্যের আভাস

ওপ্পো চায়নার প্রেসিডেন্ট লিউ বো তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে ওপ্পো কে১১ স্মার্টফোনের দাম প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, আসন্ন কে-সিরিজের স্মার্টফোনগুলি পূর্ববর্তী প্রজন্মের তুলনায় আরও শক্তিশালী ইমেজিং ক্ষমতা অফার করবে। তার বক্তব্য অনুযায়ী, কোম্পানির লক্ষ্য হল আনুমানিক ২,০০০ ইউয়ান (প্রায় ২২,৯০০ টাকা) মূল্যের আসন্ন মিড-রেঞ্জ ডিভাইসগুলিতে ফ্ল্যাগশিপ-লেভেলের ভিডিওগ্রাফি এক্সপেরিয়েন্স প্রদান করা। এই বিবৃতি থেকে আন্দাজ করা যায় যে আসন্ন ওপ্পো কে১১-এর দাম হবে প্রায় ২,০০০ ইউয়ান (আনুমানিক ২২,৯০০ টাকা)। ইতিমধ্যেই জানা গেছে যে, কে১১ ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড সিই ৩-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করবে। তবে, নর্ড সিই ৩ (২৬,৯৯৯ টাকা)-এর তুলনায় কে১১ কিছুটা সস্তা হবে।

Oppo K11-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সার্টিফিকেশন এবং কিছু রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওপ্পো কে১১-এর সামনে কেন্দ্রীভূত হোল-পাঞ্চ ডিজাইন এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটি ১২০ হার্টজের উচ্চ রিফ্রেশ রেট অফার করবে বলেও আশা করা হচ্ছে।

সেলফির জন্য, Oppo K11-এর সামনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর অবস্থান করবে, অন্যদিকে এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কনফিগারেশন থাকবে বলে জানা গেছে। প্রাথমিক ৫০ মেগাপিক্সেলের সেন্সরটি সম্ভবত সনি আইএমএক্স৮৯০ হবে, যা OnePlus 11 এবং OnePlus 11R-এর মতো স্মার্টফোনগুলিতে থাকা একটি ফ্ল্যাগশিপ-গ্রেড সেন্সর।

এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo K11-এ ১০০ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৪,৮৭০ এমএএইচ থাকবে বলে আশা করা হচ্ছে। ব্যাটারিটির টিপিক্যাল ক্যাপাসিটি সম্ভবত ৫,০০০ এমএএইচ হবে। Oppo K11 শুধুমাত্র চীনের বাজারে উপলব্ধ হবে এবং এটি প্রায় ৮.২৩ মিলিমিটার পুরু হবে ও এর ওজন হবে প্রায় ১৮৪ গ্রাম। ফোনটি ২.৭ গিগাহার্টজের একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, এটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেট হতে পারে।