আনলিমিটেড ডাউনলোডের সাথে আরও অনেক সুবিধা, JioSaavn নিয়ে এল ফ্যামিলি সাবস্ক্রিপশন প্ল্যান

By :  SUMAN
Update: 2024-04-10 11:08 GMT

ভারতের অন্যতম জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সার্ভিস JioSaavn আজ দুটি নতুন পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে, যাদের নাম- JioSaavn Pro Duo এবং Pro Family। নাম দেখেই আশা করি আপনারা বুঝে গেছেন যে উভয় প্ল্যানের অধীনেই একের অধিক ব্যক্তিকে যুক্ত করা সম্ভব। এক্ষেত্রে একটি মাত্র প্ল্যানের জন্য টাকা পরিশোধ করে যদি নিজের প্রিয়জন বা পুরো পরিবারের সাথে তার সুবিধা ভাগ করে নেওয়া যায় তবে এর থেকে ভালো উপায় আর কি হতে পারে। JioSaavn Pro Duo এবং Pro Family প্ল্যানে আনলিমিটেড ডাউনলোড, জিওটিউনস (JioTunes) ইত্যাদি সুযোগ-সুবিধার অফার করে।

JioSaavn Pro Duo Plan : দাম ও বেনিফিট

জিওসাভান প্রো ডুও প্ল্যানটি ব্যবহারকারীদের অতিরিক্তভাবে আরো একজনের সাথে অ্যাকাউন্ট শেয়ার করার অনুমতি দেয়। এই প্ল্যানটি কিনতে চাইলে আপনাদের মাসিক 129 টাকা খরচ করতে হবে। যদিও তিন মাস, ছয় মাস ও পুরো এক বছর বৈধতাসম্পন্ন প্ল্যানের জন্য সাবস্ক্রাইব করার বিকল্পও থাকছে। বেনিফিটের কথা বললে এই নতুন প্ল্যানের অধীনে আপনারা - বিজ্ঞাপন মুক্ত মিউজিক স্ট্রিমিং, আনলিমিটেড ডাউনলোড, 2গুণ ভালো সাউন্ড কোয়ালিটি এবং সীমাহীন জিওটিউনস ব্যবহার করতে পারবেন।

JioSaavn Pro Family Plan : দাম ও বেনিফিট

জিওসাভান প্রো ফ্যামিলি প্ল্যানের অধীনে অ্যাকাউন্ট অ্যাডমিন সহ মোট ছয় জন সদস্য যুক্ত হতে পারবেন। এই প্ল্যানের দাম মাসিক 149 টাকা থেকে শুরু হচ্ছে। এর যাবতীয় বেনিফিট উপরিউক্ত ডুও প্ল্যানের অনুরূপ। আপনারা প্রো ফ্যামিলি ডুও প্ল্যানটিও - তিন মাস, ছয় মাস বা এক বছরের বৈধতার সাথে সাবস্ক্রাইব করতে পারবেন।

JioSaavn Pro Duo এবং Pro Family প্ল্যান কীভাবে কিনবেন?

জিওসাভান ঘোষিত নয়া সাবস্ক্রিপশন প্ল্যান দুটি অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণের জন্য উপলব্ধ। এক্ষেত্রে আগ্রহীদের এই দুটি প্ল্যানের মধ্যে একটি খরিদ করার জন্য প্রথমেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর 'প্রো' সেকশনে চলে যেতে হবে। এখান থেকে আপনারা নিজেদের পছন্দসই প্ল্যান ও প্ল্যানের সময়কাল চয়ন করতে পারবেন।

জানিয়ে রাখি, সংস্থাটির পোর্টফোলিওতে Pro Duo এবং Pro Family ছাড়াও আরো চারটি সাবস্ক্রিপশন প্ল্যান বিদ্যমান। এগুলি হল - Pro Individual, Pro Student, Pro Lite, এবং JioTunes+। যার মধ্যে একদম শেষের প্ল্যানটি শুধুমাত্র আনলিমিটেড জিওটিউনস অ্যাক্সেস অফার করে। এর সাথে বিজ্ঞাপন-মুক্ত মিউজিক স্ট্রিমিং বা সীমাহীন ডাউনলোডের মতো অন্যান্য সুবিধা পাওয়া যাবে না৷

Tags:    

Similar News