Smart Card Driving License: স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান? পদ্ধতি জানুন
বর্তমানে যানবাহন নিয়ে রাস্তায় বেরোলেই যে জিনিসটি সাথে রাখা অত্যাবশ্যক, তা হল ড্রাইভিং লাইসেন্স। অনেকেরই হয়তো বহু বছর আগের লাইসেন্সটি এখনো চলছে। তবে বাজারে ইতিমধ্যেই চলে এসেছে ‘স্মার্ট’ ড্রাইভিং লাইসেন্স। এখন প্রশ্ন জাগতে পারে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের বিশেষত্ব কী? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এর স্মার্ট ভার্সনটিতে থাকে সিম কার্ডের ন্যায় একটি মাইক্রোচিপ। ARTO বা RTO এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাই কেবল স্ক্যানারের মাধ্যমে সেই চিপের তথ্য পড়তে পারেন। এক কথায় বলতে গেলে এই চিপটি জালিয়াতি হওয়ার থেকে ড্রাইভিং লাইসেন্সটিকে সুরক্ষা প্রদান করে। একথা শুনে হয়ত এটি পাওয়ার ইচ্ছে জাগতে পারে! আপনিও যদি এটি পেতে চান তবে এই প্রতিবেদনটি আপনার জন্য।
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে অনলাইনে আবেদন করবেন কীভাবে?
- প্রথমে আপনাকে আপনার রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করতে হবে।
- এবার ওয়েবসাইটে লাইসেন্স অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করুন।
- সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে প্রদান করার পর সাবমিট করুন। স্থানীয় আরটিও (RTO) অফিসে সমস্ত আসল নথি নিয়ে যোগাযোগ করুন।
- এবার অনলাইনে কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিস জমা করুন।
- যদি আপনি পরীক্ষায় পাস করতে পারেন তবে সংশ্লিষ্ট কতৃপক্ষ আপনার বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে।
এবার এই সমস্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পরীক্ষার জন্য পাঠানো হবে। এবং আপনাকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে অফলাইনে আবেদন জানাবেন কীভাবে?
- প্রথমেই আপনাকে নিকটবর্তী RTO অফিসে যোগাযোগ করে সেখানে সংশ্লিষ্ট ক্ষেত্রের একটি ফর্ম চাইতে হবে।
- ফরমটি ফিলাপ করে জমা দিলে সেখানে আপনার বায়োমেট্রিক ডিটেলস সংগ্রহ করা হবে।
- এক্ষেত্রে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে, তবে সেটি অফলাইনে।
এরপর সমস্ত তথ্য যথাযথ যাচাইয়ের পর নতুন ড্রাইভিং লাইসেন্সটি পাঠিয়ে দেওয়া হবে আপনার ঠিকানায়।
কীভাবে আপনার পুরানো লাইসেন্সটিকে স্মার্ট কার্ডে পরিবর্তিত করবেন?
- প্রথমেই পুরানো লাইসেন্সটি সহ RTO অফিসে যোগাযোগ করতে হবে।
- এখন পুরানো লাইসেন্স নতুন স্মার্ট কার্ডে পরিবর্তিত করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে।
- ফর্মটি ফিলাপ করে জমা দেওয়ার পর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। এরপর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে নতুন স্মার্ট কার্ডটি।
এখানে জানিয়ে রাখি পুরানো লাইসেন্স নতুন স্মার্ট কার্ডে পরিবর্তিত করার জন্য অনলাইনে কোন ব্যবস্থা নেই। এক্ষেত্রে আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে RTO অফিসে।
স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পেতে প্রয়োজনীয় নথিপত্র
- অ্যাপ্লিকেশন ফিস
- ঠিকানার প্রমাণপত্র হিসেবে দেওয়া যেতে পারে যেমন জন্মের শংসাপত্র, টেলিফোন বিল, গ্যাস বা ইলেকট্রিসিটির বিল, রেশন কার্ড, বাড়ির চুক্তিপত্র এবং অন্যান্য।
- লাগবে বয়সের প্রমাণপত্র। এক্ষেত্রে দেওয়া যেতে পারে যেমন পাসপোর্ট, ট্রান্সফার সার্টিফিকেট, প্যান কার্ড, মাধ্যমিকের রেজাল্ট।
- সরকারি চিকিৎসক দ্বারা প্রত্যয়িত একটি মেডিকেল সার্টিফিকেট।
- পাসপোর্ট মাপের ফটোগ্রাফ।
- ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন ফর্ম।
স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের যোগ্য কারা?
- ভারী বাণিজ্যিক এবং পরিবহনকারী গাড়ির ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং নূন্যতম বয়স ১৮ বছর হতেই হবে।
- গিয়ার সহ ৫০ সিসি বা তার বেশি ডিসপ্লেসমেন্টের মোটরসাইকেলের ক্ষেত্রেও আবেদনকারীর বয়স ১৮ বছর অথবা তার বেশি হতে হবে।
- গিয়ার ছাড়া ৫০ সিসি বা তার বেশি ডিসপ্লেসমেন্টের মোটরসাইকেলের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৬ বছর এবং অভিভাবকের সম্মতিপত্র সাথে জমা করতে হবে।