YouTube-এ ভিডিও বানিয়ে ৪০ লাখ টাকার ঋণ শোধ করলেন এক ব্যক্তি, আপনার পকেটেও আসবে মোটা টাকা

Update: 2022-12-18 17:22 GMT

সাম্প্রতিক সময়ে যতই বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাধারণ মানুষকে আকর্ষণ করার প্রতিযোগিতায় মেতে থাকুক না কেন, YouTube রয়েছে তার নিজের চালেই। বছরের পর বছর ধরে এই প্ল্যাটফর্মটি আমাদের নির্ঝঞ্জাটে যখন খুশি নানাধরণের ভিডিও (সিনেমা, সিরিজ, মিউজিক ভিডিও, শিক্ষামূলক ভিডিও ইত্যাদি) দেখার সুযোগ দিয়ে আসছে। আবার, YouTube-এর কন্টেন্ট ক্রিয়েটিং অপশনের মাধ্যমে এখন অনেকেই মাসে-মাসে প্রচুর টাকা আয় করছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, অনেকেই চাকরি বা অন্যান্য রোজগারের পথ পরিত্যাগ করে উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন YouTube-এ ভিডিও বানানোর বিষয়টিকে। সেক্ষেত্রে সম্প্রতি মিডিয়ায় এই সংক্রান্ত একটি বিষয় বেশ হইচই ফেলেছে; মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এক ব্যক্তি YouTube ভিডিও থেকে এত বেশি আয় করেছেন যে তিনি ৪০ লাখ টাকা ঋণ পরিশোধ করেছেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি এখন বিদেশে স্বচ্ছন্দে জীবন যাপন করছেন বলে জানা গিয়েছে। আসুন গোটা ঘটনাটি সম্পর্কে দু-চার কথা জেনে নিই।

চাকরির বদলে YouTube থেকে মোটা টাকা আয় করেছেন এই ব্যক্তি

ব্রিটেনে বসবাসকারী অর্জুন যোগেন নামের ওই ব্যক্তি জানিয়েছেন যে, তাঁর মা অসুস্থ থাকায় বাবা চাকরি করতে পারেননি। অন্যদিকে কোম্পানি দেউলিয়া হওয়ার কারণে তাঁর ওপর ৪০ লাখ টাকার ঋণের বোঝা চেপে আসে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে অর্জুন যোগেন চাকরি করছিলেন। কিন্তু পরে অ্যানিমেশনের প্রতি আগ্রহ থাকায় তিনি ভিডিও তৈরি করতে শুরু করেন। আর এরপরই গল্পের মোড় ঘুরে যায়। ইউটিউবে ভিডিও বানিয়ে অর্জুন বেশ ভালো টাকা আয় করেন। দেখতে দেখতে এই কাজ থেকে চাকরির সমান আয় করার পর, তিনি নিজের মনপ্রাণ ঢেলে দিয়ে এটিকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। আগেই বলেছি, ইউটিউবের মাধ্যমে করা আয় দিয়ে বাবা-মায়ের ঋণ শোধ করেছেন অর্জুন। তবে আরো অবাক করার ব্যাপার হল যে, তিনি এখন একটি বিএমডব্লিউ (BMW) গাড়ির মালিক।

আপনিও চাইলে YouTube থেকে আয় করতেই পারেন

এই ধরণের একাধিক ঘটনা সম্পর্কে জানার পর অনেকের মনেই প্রশ্ন আসে যে, তারাও কি ইউটিউব ভিডিও থেকে টাকা আয় করতে পারেন? সেক্ষেত্রে বলি সোজা উত্তর কিন্তু – হ্যাঁ। তবে এই কাজের জন্য ইউটিউবে একটি নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও তৈরি করে নিয়মিত পোস্ট করতে হবে। তারপর চ্যানেলের বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়া উপার্জন বা ইউটিউব মনিটাইজেশনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানা আবশ্যক।

এইভাবে YouTube থেকে আয় করা যাবে

১. বিজ্ঞাপন (YouTube Ads): আপনি চাইলে ইউটিউবের বিজ্ঞাপনের মাধ্যমে ভাল আয় করতে পারেন। আসলে ইউটিউব ভিডিও ক্রিয়েটরদের আয়ের একটি বড় অংশ আসে শুধুমাত্র ইউটিউব বিজ্ঞাপনের মাধ্যমে। ভিডিওর মাঝখানে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে ভিডিও নির্মাতা এবং কোম্পানি আয় করে। প্রয়োজনীয় শর্ত পূরণ করার পরে, মনিটাইজেশন শুরু হয় এবং একটি সীমাতে পৌঁছানোর পর ভিডিও নির্মাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমতে শুরু করে। 

২. YouTube Shorts: আজকাল ইউটিউব শর্ট ভিডিও বানানোর প্রবণতা খুব বেড়েছে। এই পরিস্থিতিতে কোম্পানিটি চলতি বছরে শর্ট ভিডিওর জন্য বেশ কিছু বোনাস কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, কোনো চ্যানেলের কন্টেন্ট এবং ভিউয়ের হিসেবে টাকা দেওয়া হবে, যেখানে চ্যানেলের পেছনে থাকা ইউজার ১০ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারেন। 

এই প্রসঙ্গে বলে রাখি, উল্লিখিত দুটি উপায় ছাড়াও ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং চ্যানেল মেম্বারশিপের মাধ্যমেও আয় করা যায়। কারণ, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে বেশিরভাগ আয় সংস্থার অংশীদারদের কাছে যায়। অন্যদিকে মেম্বারশিপ অপশনের মাধ্যমে, ক্রিয়েটররা মাসিক অর্থপ্রদানের ভিত্তিতে ভিউয়ার্সদের একচেটিয়া কন্টেন্ট অফার করে।

Tags:    

Similar News