অপরিচিত নম্বর থেকে কল এলেও চাপ নেই, সব ঝামেলা এড়াবে WhatsApp-এর নতুন ফিচার

ভারতে WhatsApp-এর মাধ্যমে আন্তর্জাতিক নম্বর থেকে কল আসা এবং তার থেকে জালিয়াতির ঘটনা বেড়েছে। তবে এবার এই ঝামেলা সামাল দিতে মাঠে নেমেছে কোম্পানি।

নতুন ফিচার লঞ্চ করার পাশাপাশি WhatsApp এখন প্ল্যাটফর্মের প্রাইভেসি সিস্টেম জোরদার করার চেষ্টায় রয়েছে। আসলে সাম্প্রতিক সময়ে এই ইনস্ট্যান্ট প্ল্যাটফর্মটির মাধ্যমে অনলাইন জালিয়াতির ঘটনা বেশ বেড়েছে – এমনকি ভারতে বেশ কিছু ইউজার আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল নম্বর থেকে কল আসার ব্যাপারটির প্রবৃদ্ধি লক্ষ্য করেছেন, যা আদতে স্ক্যামারদের সাধারণ মানুষকে বোকা বানানোর একটি মাধ্যম ছাড়া কিছুই না। ইতিমধ্যে এই কলের ফাঁদে পা দিয়ে কেউ কেউ বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কিন্তু এই ধরণের অযাচিত ঘটনা এড়াতে এবার WhatsApp তার AI এবং মেশিন লার্নিং সিস্টেমকে আরও বুস্ট বা উন্নত করে একটি নতুন সিকিউরিটি ফিচার নিয়ে এসেছে, এর নাম দেওয়া হয়েছে ‘সাইলেন্স আননোন কলারস্’ (Silence Unknown Callers)। উল্লেখ্য, কোম্পানি বিশ্বব্যাপী এই নয়া ফিচার চালু করছে, তবে যেহেতু ভারতে আন্তর্জাতিক নম্বর থেকে কল আসার ব্যাপারটি বেশি, তাই এদেশেই এটি তাৎক্ষণিক (পড়ুন এখনই) কাজ শুরু করবে বলে জানা গেছে।

কীভাবে কাজ করবে WhatsApp-এর এই নতুন সিকিউরিটি ফিচার?

এতটুকু পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে, হোয়াটসঅ্যাপ তার এই সাইলেন্স আননোন কলারস্ ফিচারটি ইউজারদের গোপনীয়তা বজায় রাখতে এবং ইনকামিং কলগুলির নিয়ন্ত্রণ দিতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে৷ এটির মাধ্যমে মূলত স্প্যাম এবং স্ক্যাম কলগুলিকে এড়ানো যাবে। কার্যকারিতার কথা বললে এই সাইলেন্স আননোন কলারস্ ফিচার একবার সক্রিয় হয়ে গেলে, এটি স্বয়ংক্রিয়ভাবে মানে নিজে থেকেই ইউজারদের ফোনে সেভ নেই এমন নম্বর থেকে আগত কলগুলিকে সাইলেন্ট করে দেবে। যদিও এই কলগুলির কারণে ফোনে রিং হবেনা, তবে কল সেকশনে একটি মিসড কল দৃশ্যমান হবে। এতে করে কোন কলটি গুরুত্বপূর্ণ আর কোনটি নয়, তা ইউজাররা নিজেরাই বেছে নিতে পারবেন।

কীভাবে WhatsApp-এ ‘Silence Unknown Callers’ ফিচার এনাবেল করবেন?

হোয়াটসঅ্যাপে সাইলেন্স আননোন কলারস্ ফিচারটি এনাবেল করার জন্য, আপনাকে প্রথমে আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে অ্যাপটি খুলে’সেটিংস’ (Settings) সেকশনে যেতে হবে এবং তারপরে স্ক্রিনে উপলব্ধ বিভিন্ন অপশন থেকে বেছে নিতে হবে ‘প্রাইভেসি’ (Privacy)। পরবর্তী ধাপে ‘কলস্’ (Calls) অপশনে ক্লিক করলেই আপনি ‘সাইলেন্স আননোন কলারস্’ শীর্ষক একটি টগল দেখতে পাবেন। এতে ট্যাপ করলেই আপনার কাজ শেষ, খেল দেখাবে হোয়াটসঅ্যাপ নিজেই!

ইতিমধ্যেই আছে এই সমস্ত ফিচার

হোয়াটসঅ্যাপ, ইউজারদের প্রাইভেসি সেটিং সম্পর্কে সচেতন এবং সেগুলিকে পরিচালনা করার জন্য সম্প্রতি একটি ইনস্ট্যান্ট প্রাইভেসি চেকআপ বৈশিষ্ট্যও ঘোষণা করেছে। এটি অ্যাপে বিদ্যমান প্রাইভেসি সেটিংগুলি (লাস্ট সিন, স্ট্যাটাস, প্রোফাইল পিকচার, কল ইত্যাদির ক্ষেত্রে) এক নজরে দেখার সুযোগ দেবে। এছাড়া প্ল্যাটফর্মটিতে অ্যাপ লক, এন্ড-টু-এন্ড এনক্রিপশন (end-to-end encryption), ইন্ডিভিজুয়াল চ্যাট লক, ভিউ ওয়ান্স (View Once), ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ইত্যাদি ফিচার ইতিমধ্যেই চালু করা হয়েছে।