চিনা স্মার্টফোন কোম্পানি Xiaomi ইতিমধ্যেই নিশ্চিত করেছে আগামী ২৯ শে মার্চ ঘরেলু মার্কেটে তারা একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে। যাদের মধ্যে আছে Mi 11 Pro, Mi 11 Ultra, Mi Notebook Pro laptop, Mi Band 6, Mi Mix, Mi 11 Youth Edition। তবে লঞ্চের আগে মি ১১ আল্ট্রা কে এবার বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ দেখা গেল। এখান থেকে ফোনটির প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।
Mi 11 Ultra কে গিকবেঞ্চে M2102K1C মডেল নম্বর সহ স্পট করা হয়। এখানে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১,১৩২ ও ৩৪৮৮ স্কোর করেছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ও এড্রনো ৬৬০ জিপিইউ থাকবে।
এছাড়াও গিকবেঞ্চ থেকে জানা গেছে, মি ১১ আল্ট্রা ১২ জিবি র্যাম সহ পাওয়া যাবে। যদিও আমাদের অনুমান ফোনটি আরো কয়েকটি র্যাম ভ্যারিয়েন্ট সহ বাজারে আসবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড ১১। সাথে আমরা MIUI 12.5 কাস্টম স্কিন দেখতে পারি।
Xiaomi Mi 11 Ultra সম্পর্কে আপাতত কি জানা গেছে
শাওমি এমআই ১১ আল্ট্রা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও WQHD+ রেজোলিউশনের ৬.৮ ইঞ্চি কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে সহ আসতে পারে। এই ফোনের ডিসপ্লের পাঞ্চ হোল কাটআউটে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। আবার IP68 রেটিং থাকার পাশাপাশি ফোনের ওপর অত্যন্ত শক্তিশালী কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য মি ১১ আল্ট্রা ফোনে থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এতে ১২০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং, ৬৭ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং, এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL GN2 প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ১২০x জুম সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স। ক্যামেরা মডিউলের পাশে আবার খুব ছোট্ট একটি সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হবে।