একসঙ্গে হাজার জনের সাথে ভিডিও কল, জুমের সেরা বিকল্প এখন Microsoft Teams
বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারনে সকলেই বাড়িতে রয়েছেন। ফলে এইসময় প্রিয়জনের সাথে কথা বলার সব থেকে ভাল মাধ্যম হয়ে উঠেছে ভিডিও কল। এই কারণে বর্তমানে ভিডিও কলিং অ্যাপ্লিকেশন এবং প্ল্যাটফর্মের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। কিছুদিন আগে Zoom নামক একটি ভিডিও কলিং অ্যাপ্লিকেশন খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। শুধুমাত্র ভালো কোয়ালিটিতে ভিডিও কলিং নয়, স্ক্রিন শেয়ারিং, হোয়াইটবোর্ড শেয়ারিং, ভিডিও কল চলাকালীন ছবি শেয়ারিং ইত্যাদি ফিচার থাকার কারণে এই অ্যাপ্লিকেশনটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এই অ্যাপ্লিকেশনে একসঙ্গে ১০০ জন যুক্ত হতে পারেন।
তবে জুমের বিকল্প হিসাবে এবার উঠে এল মাইক্রোসফট এর Microsoft Teams অ্যাপ্লিকেশনটি। এখানে আপনি এমন অনেক ফিচার পাবেন যা জুম ও অফার করেনা। সম্প্রতি মাইক্রোসফট এই অ্যাপ্লিকেশনে বেশ কিছু নতুন নতুন ফিচার যোগ করেছে। তার মধ্যে অন্যতম হলো সর্বাধিক ১,০০০ জন অবধি একসাথে ভিডিও কল করার সুবিধা। আসুন জেনে নেওয়া যাক মাইক্রোসফ্ট টিমস অ্যাপ্লিকেশনে আর কি কি নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে -
১. টুগেদার মোড - যদি আপনি অনেক জনের সাথে একসাথে ভিডিও কল করেন তাহলে এই ফিচারের সাহায্যে বুঝতে পারবেন যে কে সেই সময় কথা বলছে। এর মাধ্যমে ব্যবহারকারী ওই ব্যক্তির সাথে আরো ভালোভাবে কথা বলতে পারবে।
২. লাইভ রিয়্যাকশন - এই নতুন ফিচারের মাধ্যমে আপনারা ভিডিও কল চলাকালীন অবস্থায় ইমোজি পাঠাতে পারবেন।
৩. ভিডিও ফিল্টার - এই ফিচারটি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে পাওয়া ফিল্টার এর মতই। আপনি নিজের ভিডিও কল শুরু করার আগে পছন্দমত ফিল্টার বেছে নিয়ে তারপর ভিডিও কল শুরু করতে পারবেন। এর ফলে আপনাকে ভিডিও কলে দেখতে আরো ভালো লাগবে।
৪. চ্যাট বাবল - ফেসবুক মেসেঞ্জারে এই ফিচারটি আপনারা ব্যবহার করে থাকবেন। এর মাধ্যমে যদি ভিডিও কল চলাকালীন আপনার কোন নতুন মেসেজ আসে, তাহলে তা আপনার স্ক্রিনের উপরে চলে আসবে। সেখান থেকেই আপনি সরাসরি রিপ্লাই দিতে পারবেন। আপনাকে চ্যাট স্ক্রিনে ফেরত যাওয়ার কোনো প্রয়োজন হবে না।
৬. সর্বাধিক ১০০০ জন একসাথে ভিডিও কল করার সুবিধা - এই নতুন ফিচারটি মাইক্রোসফট টিমসের নতুন আপডেটের সবথেকে আকর্ষণীয় আপডেট। এর মাধ্যমে একসাথে একটি ভিডিও কলে ১,০০০ জন যুক্ত হতে পারবেন। শুধু তাই নয়, যদি ব্যবহারকারী অনেক বড় স্তরে ভিডিও কল করতে চান তাহলে, ভিউ অনলি ফিচারের মাধ্যমে ২০,০০০ জন ব্যবহারকারী একসাথে ভিডিও কলে যুক্ত হতে পারবেন।