একাধিক আর্থিক জালিয়াতির অভিযোগ, বন্ধ করা হল মজিলা ফায়ারফক্স সেন্ড পরিষেবা
কম্পিউটার ব্যবহার করেন অথচ 'Mozilla" বা "Firefox'- এর নাম শোনেননি এমন ইউজার খুবই কম। মূলত "মোজিলা ফায়ারফক্স" একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। তবে এই মজিলা সম্প্রতি 'Firefox Send' ফাইল-শেয়ারিং প্ল্যাটফর্মটিকে বন্ধ করতে বাধ্য হল। বছর খানেক আগে নির্মাতা সংস্থা মোজিলা, এই অনলাইন ফাইল-শেয়ারিং প্ল্যাটফর্মটি এনেছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, ম্যালওয়ার জনিত অপব্যবহারের কারণে এই সিদ্ধান্ত। এটি শীঘ্রই একটি নতুন রিপোর্ট অ্যাবইউজ বাটন সমেত ফিরবে।
মোজিলার এক মুখপাত্র জানান, 'ফায়ারফক্স সেন্ড'-এ কিছু আপডেট করার জন্য অস্থায়ীভাবে এটিকে বন্ধ করা হয়েছে। পুনরায় এটি চালু করার আগে, ফিডব্যাক ফর্মে 'রিপোর্ট অ্যাবইউজ' বাটন যুক্ত করা হবে। ফায়ারফক্স সেন্ড ব্যবহার করতে ইচ্ছুক সমস্ত ইউজারকে ফায়ারফক্স অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ারফক্স সেন্ড প্রাইভেট শেয়ারিংয়ে ফোকাস করছে। এই পরিষেবাটিতে কিছু ম্যালওয়্যার সমস্যা দেখা দিয়েছে। জানা গেছে, প্ল্যাটফর্মটিকে আর্থিক জালিয়াতি, ট্রোজান এবং স্পাইওয়্যার ইনজেক্ট করার মত কাজে ব্যবহার করছিল জালিয়াতরা।
এদিকে 'Firefox Send' পরিষেবাটি আবার কবে থেকে চালু হবে তা জানা যায়নি। আপনি যদি অনলাইনে ফাইল শেয়ার করতে চান, তবে আপাতত WeTransfer, Jumpshare, এবং pCloud ব্যবহার করতে পারেন। যদিও ফায়ারফক্স সেন্ড অ্যাপটি এখনো গুগল প্লে স্টোরে উপলব্ধ। কিন্তু ডেটা সুরক্ষিত রাখতে এখন এটি ডাউনলোড না করাই ভালো।